নকিয়া পরিকল্পনা করছে উইন্ডোজ ফ্যাবলেরটের

0
177
Print Friendly, PDF & Email

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক(০৬ ফেব্রুয়ারী): ৭ ইঞ্চি মাপের উইন্ডোজ ফ্যাবলেট বাজারে আনার পরিকল্পনা করছে ফিনল্যান্ডের মোবাইল ফোন নির্মাতা প্রতিষ্ঠান নকিয়া
ট্যাবলেট কম্পিউটারের চেয়ে আকারে ছোটো আর ৬ ইঞ্চি মাপের স্মার্টফোনের চেয়ে আকারে বড় পণ্যগুলোকে ফ্যাবলেট বলছেন প্রযুক্তি বিশ্লেষকেরাসিডনি মর্নিং হেরাল্ডের এক প্রতিবেদন অনুয়ায়ী, নকিয়ার প্রধান নির্বাহী স্টিফেন ইলোপ সাম্প্রতিক এক সাক্ষাত্কারে ফ্যাবলেটের বাজারে নকিয়ার সম্ভাবনার কথা জানিয়েছেন
স্টিফেন ইলোপ জানিয়েছেন, নকিয়া সিমবিয়ান অপারেটিং সিস্টেমনির্ভর স্মার্টফোন তৈরি করা বন্ধ করে উইন্ডোজনির্ভর স্মার্টফোন তৈরি করছেতিনি জানান, নকিয়া বর্তমানে ট্যাবলেট বাজার পর্যবেক্ষণ করছে এবং অপারেটিং সিস্টেম হিসেবে উইন্ডোজ এবং অ্যান্ড্রয়েডের সম্ভাবনার দিকেও লক্ষ্য রাখছেবর্তমান বাজারে অ্যান্ড্রয়েড প্ল্যাটফর্মে স্যামসাংয়ের একক আধিপত্য নিয়েও চিন্তিত নকিয়া
যদিও এখনও আনুষ্ঠানিকভাবে ট্যাবলেট, ফ্যাবলেট বিষয়ে কোনো তথ্য প্রকাশ করেনি নকিয়া, তবে এ সম্ভাবনার কথা জানিয়ে নকিয়ার প্রধান নির্বাহী বলেছেন, ‘বিষয়টি গভীরভাবে পর্যবেক্ষণ করছে নকিয়া
প্রতিবেদনে আরও বলা হয়েছে, নকিয়ার প্রধান নির্বাহী ফ্যাবলেট ও ৭ ইঞ্চি বা তার চেয়ে বড় মাপের নকিয়া ট্যাবলেটে নকিয়ার সম্ভাবনার কথা জানিয়েছেন
নকিয়ার ট্যাবলেটে যেকোনো অপারেটিং সিস্টেম ব্যবহূত হতে পারে তবে উইন্ডোজকেই প্রাধান্য দেয়ার কথাও জানান স্টিফেন ইলোপ
এদিকে ডেইলি মেইলের এক প্রতিবেদনে বলা হয়েছে, ৪১ মেগাপিক্সেল সেন্সরযুক্ত নতুন স্মার্টফোন বাজারে আনতে পারে নকিয়া
প্রসঙ্গত, ২৫ মার্চ থেকে বার্সেলোনায় অনুষ্ঠিতব্য মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেস নামের প্রযুক্তি পণ্য প্রদর্শনী উপলক্ষে একটি সংবাদ সম্মেলনের আয়োজন করেছে নকিয়া কর্তৃপক্ষএ সম্মেলনে নকিয়া নতুন পণ্যের ঘোষণা দিতে পারে

 

নিউজরুম

 

শেয়ার করুন