ফিউশন সংগীত

0
173
Print Friendly, PDF & Email

বিনোদন ডেস্ক(০৬ ফেব্রুয়ারী):বিশ্বখ্যাত তবলিয়া ওস্তাদ জাকির হোসেন, ব্যানজোবাদক বেলা ফ্লেক ও বেজবাদক এডগার মেয়ারবিশ্বসংগীতের এই তিন বরেণ্য শিল্পী আজ ঢাকার মঞ্চে ফিউশন সংগীত পরিবেশন করবেনবঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের হল অব ফেমে কনসার্টটি শুরু হবে সন্ধ্যা সাতটায়আয়োজন করেছে ব্লুজ কমিউনিকেশনস ও বেঙ্গল মিউজিক কোম্পানি লিমিটেডগতকাল মঙ্গলবার এই শিল্পীরা ঢাকায় এসে পৌঁছেছেন১৩ বার গ্র্যামি জিতেছেন এবং ২৬ বার মনোনয়ন পেয়েছেন বেলা ফ্লেকআর একবার গ্র্যামি জিতেছেন এডগার মেয়ার
আয়োজক প্রতিষ্ঠান থেকে জানানো হয়েছে, কনসার্টের টিকিটের দাম পাঁচ হাজার, তিন হাজার ও দুই হাজার টাকাপাওয়া যাচ্ছে ধানমন্ডির বেঙ্গল শিল্পালয়ে, গুলশান-১-এ বেঙ্গল লাউঞ্জে এবং বনানীর হরতকী ক্যাফেতে

 

 

 

নিউজরুম

 

শেয়ার করুন