মুখোমুখি হচ্ছে ইউনাইটেড-রিয়াল মাদ্রিদ

0
178
Print Friendly, PDF & Email

স্পোর্টস ডেস্ক(০৬ ফেব্রুয়ারী): তিনি জানতেন! তাঁর মন বলছিল, এমনই হবেহয়েছেওচ্যাম্পিয়নস লিগের ড্রয়ে ক্রিস্টিয়ানো রোনালদো পেয়ে গেছেন তাঁর পুরোনো ক্লাবকে, যে ক্লাবে এসেই তাঁর তারকা হয়ে ওঠাক্যারিয়ারের একমাত্র ব্যালন ডিঅরও জিতেছেন এই ক্লাবের হয়েচ্যাম্পিয়নস লিগওপেশাদারির এই যুগে আবেগের মূল্য হয়তো সামান্যইকিন্তু তার পরও হূদয়ের এক কোণে এই ক্লাবকে সযতনে লালন করেনসেই ম্যানচেস্টার ইউনাইটেড আবার ফিরে আসছে রোনালদোর জীবনেএবার প্রতিপক্ষরূপে!
শেষ ষোলোতে মুখোমুখি হচ্ছে ইউনাইটেড-রিয়াল মাদ্রিদআগামী বুধবার প্রথম লেগটা অবশ্য বার্নাব্যুতেওল্ড ট্রাফোর্ডে ফিরতি লেগ ৫ মার্চফুটবল বিশ্ব অধীর আগ্রহে দিন গুনছে এই দ্বৈরথেরতর সইছে না রোনালদোরও, ‘আমার একটা অনুভূতি হচ্ছিল, হয়তো ইউনাইটেডের সঙ্গেই আমাদের খেলা পড়বেসত্যি সত্যিই যখন এটা হলো, আমি ভীষণ খুশি হয়েছিলাম, যদিও এটাও আমি জানি, আমাদের জন্য এটা হবে কঠিন এক নকআউট পর্বের লড়াই
এই ম্যাচে তাঁর ওপর থাকবে আলাদা নজর২০০৩ সালে মাত্র ১৮ বছর বয়সে অ্যালেক্স ফার্গুসনের শিষ্যত্ব নিয়েছিলেনএই ক্লাবের হয়ে খেলেছেন আধা যুগতাঁকে ঘিরে বাড়তি আগ্রহটা বুঝতে পারছেন রোনালদোও, ‘ভালো করেই জানি, আমার ওপর সবার দৃষ্টি থাকবেকিন্তু এটা আমাকে মোটেও বাড়তি কোনো চাপের মধ্যে ফেলছে নাএটা স্রেফ আমার পুরোনো দলের বিপক্ষে একটা খেলাআমি তো আর যুদ্ধে যাচ্ছি না, আমি যাচ্ছি আমার বাড়িতেবাড়ি? রোনালদো পরের বাক্যেই পরিষ্কার করে দিলেন, ‘ম্যানচেস্টার আমার বাড়িই ছিলএটা এখনো আমার হূদয়ে বিশেষ একটা জায়গা দখল করে আছেযখন কেউ আপনাকে অনেক সমাদর করবে, সেই স্মৃতি আপনি কখনোই ভুলবেন না
তবে লড়াইটা যে তাঁর জন্য ভীষণ আবেগের হবে, সেটা স্বীকার করলেন নির্দ্বিধায়, ‘আমি সেখানে ছয় বছর ছিলামআমার অনেক বন্ধু আছে সেখানেএটা হবে আমার জন্য অনেক আবেগের ম্যাচফার্গুসন যে তাঁর মনে এখনো আলাদা একটা আসনে, বলেছেন সেটিও, ‘তিনি আমাকে ফুটবলের মৌলিক জিনিসগুলো শিখিয়েছিলেনমাত্র ১৮ বছর বয়সে ম্যানচেস্টারে এসেছিলামতিনি সম্ভাব্য সেরা উপায়েই আমার ক্যারিয়ারের দেখভাল করেছেনআমার কাছে তিনি ফুটবলের দিক দিয়ে অন্যতম গুরুত্বপূর্ণ এক ব্যক্তিতাঁর সঙ্গে এখনো আমার দারুণ সম্পর্কতাঁকে আবার দেখতে পারাটা হবে দারুণ
তাঁর একটা ভবিষ্যদ্বাণী খেটে গেছেএবার রোনালদোই বলুন, কী হবে এই লড়াইয়ের ফল? সরাসরি ভবিষ্যদ্বাণী করেননি তিনি, ‘ইউনাইটেড ইংল্যান্ডের সেরা দলপ্রতিবছরই দলটি কোনো না কোনো শিরোপা জেতেঅ্যালেক্স ফার্গুসনের মতো দুর্দান্ত এক কোচও আছে তাদেরতবে আমাদেরও হোসে মরিনহোর মতো কোচ আছেনযেহেতু তিনি এখন আমার কোচ, আমি অবশ্যই চাই মরিনহোই জিতুনতবে কোন দলটা বেশি ভালো, এটা বলা অন্যায়ই হয়ে যাবেএটা ফেরারি আর পোরশের মধ্যে তুলনা করার মতোদুই দলই ভালো
দুই দলের সাম্প্রতিক পারফরম্যান্স বিবেচনা করলে অবশ্য ইউনাইটেডই এগিয়েবার্সেলোনার চেয়ে ১৬ পয়েন্টে পিছিয়ে থেকে লিগ শিরোপা একরকম হাতছাড়া করেই ফেলেছে রিয়ালআর ৯ পয়েন্টের লিড নিয়ে শিরোপা পুনরুদ্ধারের মিশনে ভালোমতোই এগোচ্ছে ইউনাইটেডতবে গতকাল ২৮তম জন্মদিন পালন করা রোনালদো আসল ম্যাচেরিয়ালকেই এগিয়ে রাখছেন, ‘আমার বিশ্বাস, আমরা ভালোই করবআমার মতে, রিয়াল মাদ্রিদ তুলনামূলকভাবে ভালো দল, কিন্তু সেটা আমাদের মাঠে প্রমাণ করে দিতে হবেকারণ, ইউনাইটেড দল হিসেবে সত্যিই ইউনাইটেড (একতাবদ্ধ)ওয়েবসাইট

 

নিউজরুম

 

শেয়ার করুন