শিক্ষা ডেস্ক(০৫ফেব্রুয়ারী): চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় বদরপুর আকবর আলী খান উচ্চবিদ্যালয়ের এসএসসি পরীক্ষাকেন্দ্রে এক পরীক্ষার্থীকে নকল করতে না দেওয়ায় ধনাগোদা তালতলী উচ্চবিদ্যালয়ের জ্যেষ্ঠ শিক্ষক রফিকুল ইসলামের পা ভেঙে দেওয়ার প্রতিবাদে এবং জড়িতদের বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল, সমাবেশ ও মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।
গতকাল সোমবার ধনাগোদা তালতলী উচ্চবিদ্যালয় মাঠে শিক্ষক-শিক্ষার্থী ও এলাকাবাসীর উদ্যোগে সকাল ১০টা থেকে দুপুর দুইটা পর্যন্ত এ কর্মসূচি পালিত হয়। গত রোববার এসএসসির বাংলা পরীক্ষা শেষে এক ছাত্রীর বাবা ও ভাই লোকজন নিয়ে হামলা চালিয়ে শিক্ষক রফিকের পা ভেঙে দেন বলে অভিযোগ পাওয়া গেছে। গতকাল এ ঘটনায় মামলা হলে এজাহারভুক্ত প্রধান আসামি এবং ওই ছাত্রীর বাবা ইকবাল হোসেনকে গতকাল গ্রেপ্তার করে পুলিশ।
ধনাগোদা তালতলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফারুকুল ইসলাম বলেন, ‘ঘটনার প্রতিবাদে আমরা মানববন্ধন, প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছি। জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি না হলে কর্মসূচি অব্যাহত থাকবে।’
নিউজরুম