মানিকগঞ্জ, (৫ ফেব্রুয়ারী) : ঢাকা-আরিচা মহাসড়কের শিবালয় উপজেলার মুসুরিয়া নামক স্থানে ঢাকাগামী ট্র্রাকের সঙ্গে টেম্পুর মুখোমুখি সংঘর্ষে শামিমা ইয়াসমিন নামের এক টেম্পু যাত্রী নিহত হয়েছে। আহত হয়েছেন আরও ৬ জন।
নিহত শামিমা ইয়াসমিন (৩০) একই উপজেলার সৈয়দাবাদ এলাকার নুর আলী মাতব্বরের মেয়ে।মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬ টায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।
আহতদেরকে উদ্ধার করে উথুলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১ জন ও মানিকগঞ্জ সদর হাসপাতালে ৫ জনকে ভর্তি করা হয়েছে। সদর হাসপাতালে ভর্তিকৃত ৫ জনের অবস্থাই আশঙ্কাজনক। এরা সবাই ওই টেম্পুর যাত্রী ছিলেন।
তবে আহতদের নাম পরিচয় সম্পর্কে বিস্তারিত জানা যায়নি। বরংগাইল হাইওয়ে পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) ইকবাল হোসেন দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
নিউজরুম