মানিকগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ১

0
239
Print Friendly, PDF & Email

মানিকগঞ্জ, (৫ ফেব্রুয়ারী) : ঢাকা-আরিচা মহাসড়কের শিবালয় উপজেলার মুসুরিয়া নামক স্থানে ঢাকাগামী ট্র্রাকের সঙ্গে টেম্পুর মুখোমুখি সংঘর্ষে শামিমা ইয়াসমিন নামের এক টেম্পু যাত্রী নিহত হয়েছে। আহত হয়েছেন আরও ৬ জন।
নিহত শামিমা ইয়াসমিন (৩০) একই উপজেলার সৈয়দাবাদ এলাকার নুর আলী মাতব্বরের মেয়ে।মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬ টায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।

আহতদেরকে উদ্ধার করে উথুলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১ জন ও মানিকগঞ্জ সদর হাসপাতালে ৫ জনকে ভর্তি করা হয়েছে। সদর হাসপাতালে ভর্তিকৃত ৫ জনের অবস্থাই আশঙ্কাজনক। এরা সবাই ওই টেম্পুর যাত্রী ছিলেন।

তবে আহতদের নাম পরিচয় সম্পর্কে বিস্তারিত জানা যায়নি। বরংগাইল হাইওয়ে পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) ইকবাল হোসেন দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

নিউজরুম

শেয়ার করুন