ক্রিস হিউন কারাদণ্ড ভোগ করতে চলেছেন

0
149
Print Friendly, PDF & Email

আর্ন্তজাতিক ডেস্ক( ফেব্রুয়ারী): ১০ বছর আগে গাড়ি চালানোর সময় গতিসীমা লঙ্ঘনের বিষয়ে মিথ্যা বলার অপরাধেসাবেক ব্রিটিশ পরিবেশমন্ত্রী ক্রিস হিউন কারাদণ্ড ভোগ করতে চলেছেন
গতকালসোমবার লন্ডনের সার্দাক ক্রাউন আদালতে মামলার শুনানি শুরু হওয়ার আগেইবিচার-প্রক্রিয়াকে বিপথে পরিচালিত করার (পারভার্টিং কোর্স অব জাস্টিস)অপরাধ স্বীকার করে নেন হিউনআদালত এখন পরবর্তী সময়ে তাঁর দণ্ডাদেশ ঘোষণাকরবেনএতে হিউনের সর্বনিম্ন ছয় মাসের কারাদণ্ড ও জরিমানা থেকে শুরু করেসর্্বোচ্চ যাবজ্জীবন কারাদণ্ড হতে পারে
ডেভিড ক্যামেরনের নেতৃত্বাধীনকনজারভেটিভ এবং লিবডেম জোটের মন্ত্রিসভায় লিবারেল ডেমোক্রেটিক পার্টিরপক্ষে একজন প্রভাবশালী মন্ত্রী ছিলেন ক্রিস হিউন
ক্রিস হিউনের বিরুদ্ধেঅভিযোগ, ২০০৩ সালে তিনি গাড়ি চালানোর সময় গতিসীমা লঙ্ঘন করেনকিন্তু তখনতিনি দাবি করেছিলেন, গাড়িটি চালাচ্ছিলেন তাঁর স্ত্রী ভিকি প্রাইসহিউনেরএই মিথ্যা তথ্যের কারণে তখন তাঁর স্ত্রীর ড্রাইভিং লাইসেন্সের পয়েন্ট কাটারমাধ্যমে ওই অপরাধের নিষ্পত্তি হয়েছিল
কিন্তু ২০১০ সালে জোট মন্ত্রিসভায় স্থান পাওয়ার এক বছর পর হিউন জনসংযোগ বিশেষজ্ঞ ক্যারিনা ট্রিমিংহ্যাম নামে এক মহিলার প্রেমে পড়েন
ঘটনায় ভিকি প্রাইসের সঙ্গে তাঁর বিবাহ বিচ্ছেদ ঘটেএর কিছুদিন পরইসংবাদপত্রে তাঁর ওই ড্রাইভিং-অপরাধ বিষয়ে প্রকৃত ঘটনা ফাঁস হয়সে সময় তিনিনিজেকে নির্দোষ প্রমাণের অঙ্গীকার করে মন্ত্রিত্ব থেকে পদত্যাগ করেন
মাত্রএক সপ্তাহ আগেও মামলায় হিউন ও ভিকি প্রাইসের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগগঠনের সময় হিউন নিজেকে নির্দোষ দাবি করেছিলেনকিন্তু সাবেক স্ত্রী প্রাইসআদালতে দাবি করেন, দাম্পত্য জীবন রক্ষায় চাপের মুখে সে সময় তিনি স্বামীকেসহায়তা করতে বাধ্য হয়েছিলেন
হিউন দ্বিতীয় ব্রিটিশ মন্ত্রী, যিনি বিচার-প্রক্রিয়াকে বিপথগামী করার চেষ্টার অভিযোগে দোষী সাব্যস্ত হলেন
এর আগে, ১৯৯৯ সালে একই ধরনের অপরাধে জন মেজরের মন্ত্রিসভার সদস্য কনজারভেটিভ পার্টির জোনাথন এটকিনের ১৮ মাসের কারাদণ্ড হয়েছিল

 

নিউজরুম

 

শেয়ার করুন