ঢাকা,(৫ ফেব্রুয়ারী) : মানবতাবিরোধী অপরাধের বিচারের রায় ঠেকাতে জামায়াতের ডাকা হরতালে সারাদেশে মঙ্গলবার সকাল থেকে এ পর্যন্ত মোট ১৭৩ জনকে আটক করেছে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
হরতাল চলাকালে রাজধানীসহ দেশের বিভিন্ন জেলা থেকে তাদের আটক করা হয়। এর মধ্যে রাজধানীতে আটক করা হয়েছে ৩৭ জনকে।
জানা গেছে, মহাখালীর টিবি গেটের গলি থেকে ২ জন, কাঁচাবাজারসংলগ্ন এলাকা থেকে ২ জন ও টেলিভিশন ভবনের কাছ থেকে ২ জন, ধানমণ্ডির সাত মসজিদ রোড থেকে ৫ জন, ধানমণ্ডি জিগাতলা থেকে ৫ জন, যাত্রাবাড়ীর কুতুবখালী এলাকায় চিটাগং রোড থেকে ১ জন, ধানমণ্ডি-১৫ থেকে ৫ জন, শাজাহানপুর থেকে ১ জন, রমনা থেকে ২ জন, শাহবাগ থেকে ২ জন, শনির আঁখড়া থেকে ৮ জন এবং মিরপুর-১৩ থেকে ২ জনকে আটক করা হয়েছে।
এছাড়া, গাজীপুর থেকে ১৩ জন, চাঁদপুর থেকে ১৮ জন, চাপাইনবাবগঞ্জ থেকে ৩ জন, ভোলা থেকে ৪ জন, নারায়ণগঞ্জের রূপগঞ্জ থেকে ১ জন, ব্রাহ্মণবাড়িয়া থেকে ৯ জন, কক্সবাজার থেকে ১১ জন, কুমিল্লার জুগিয়া থেকে ২ জন, খাগড়াছড়ি থেকে ২ জন, কুষ্টিয়ায় ২ জন, নাটোরে ১ জন, মৌলভীবাজারে ২ জন, ফরিদপুরের সদরপুর থেকে ৩ জন, সুনামগঞ্জে ১ জন, যাত্রাবাড়ীতে ৪ জন, নেত্রকোনার পূর্বধলা থেকে ১ জন, রাজশাহীতে ২৪ জন, সিলেটে ১০ জন, দিনাজপুরের নবাবগঞ্জে ৪ জন, ঝিনাইদহ ও মহেশপুরে ৫ জন, চট্টগ্রামে ৮ জন, বগুড়ায় ৫ জন ও ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল উপজেলা থেকে ৩ জনকে আটক করা হয়েছে।
নিউজরুম