বিনোদন ডেস্ক(০৫ ফেব্রুয়ারী): নিজেদের ফেসবুকের রিলেশনশিপ স্ট্যাটাসে ‘ইন অ্যা রিলেশনশিপ উইথ’ থেকে ‘সিঙ্গেল’-এ ফিরে এসেছেন শখ ও নিলয়। এমনকি এখন তাঁরা দুজনই তাঁদেররিলেশনশিপ স্ট্যাটাস অপশনটা লুকিয়ে রেখেছেন। এ বিষয়ে শখের সঙ্গে কথা বললেতিনি নিজেই তাঁদের সম্পর্কের ভাঙনের বিষয়টি নিশ্চিত করেন। শুধু তাই নয়, প্রেমের সম্পর্ক ভাঙার পেছনে নিলয়ের বিরুদ্ধে বেশ কিছু অভিযোগও করেন তিনি।
আলোচিতমডেল ও অভিনয়শিল্পী আনিকা কবির শখ দুই বছর আগে প্রেমের সম্পর্ক গড়েছিলেন ‘সুপার হিরো’খ্যাত নিলয় আলমগীরের সঙ্গে। বেশ ভালোই চলছিল দুজনের প্রেম।গত দুই বছর নিজেদের প্রেমের সম্পর্ক নিয়ে কোনোরকম রাখঢাকও করেননি তাঁরা।সামাজিক যোগাযোগের ওয়েবসাইট ফেসবুকেও নিজেদের প্রেমের সম্পর্কের বিষয়টিঅকপটে তুলে ধরেছেন। কিন্তু সম্প্রতি তাঁদের এই প্রেমে ফাটল ধরে।
এবিষয়ে গত ১৭ জানুয়ারি শখ প্রথম আলো ডটকমকে জানিয়েছিলেন, ‘আমাদের দুজনেরমধ্যে ভালোবাসার সম্পর্ক ছিল। নিলয়কে আমি অনেক বেশি ভালোবাসতাম। অনেক বেশিবিশ্বাস করতাম। কিন্তু সে আমার সঙ্গে রীতিমতো প্রতারণা করেছে। গোপনে সেআরেকজন (মডেল ও অভিনয়শিল্পীর) সঙ্গেও প্রেমের সম্পর্ক তৈরি করেছে। শুধুতাই নয়, নিলয় আমাকে নানাভাবে অনেকের সামনে হেয়ও করেছে। এ জন্য আমাকেপারিবারিক ও সামাজিকভাবে নানা কথা শুনতে হয়েছে, যেগুলো আমার জন্য সত্যিইঅনেক বিব্রতকর ছিল।’
শখ আরও বলেন, ‘নিলয়ের সঙ্গে সম্পর্কের শুরুতেবিষয়গুলো আমি টের পাইনি। এক বছর পরই তাঁকে আমি অন্যভাবে চিনতে থাকি, যাশুরুর দিকে চোখে পড়েনি। তবে সবকিছুর পরও আমি তাঁর নেতিবাচক আচরণগুলোসংশোধন করতে অনুরোধ করেছি। কিন্তু সে কোনোভাবেই নিজেকে পরিবর্তন করেনি।বলতে পারেন, একপর্যায়ে বাধ্য হয়েই সম্পর্ক ছিন্ন করার সিদ্ধান্ত নিই।’
খবরচাউর হয়েছিল, শখ তরুণ একজন নাট্যনির্মাতার সঙ্গে প্রেমের সম্পর্কগড়েছেন। এ বিষয়ে জানতে চাইলে শখ বলেন, ‘নিলয়ের সঙ্গে সম্পর্ক তৈরির আগেওই নির্মাতা আমার খুব ভালো বন্ধু ছিল। মাঝে তার সঙ্গে যোগাযোগ ছিল না। পরেবুঝলাম, সেটা ঠিক সিদ্ধান্ত ছিল না। যে নির্মাতার কথা আপনি বলতে চাইছেন, সেএখনো আমার খুব ভালো একজন বন্ধু। তার সঙ্গে অনেক বিষয় শেয়ার করতে পারিআমি। এটাকে কেউ বাঁকা চোখে দেখলে কিছু করার নেই।’
এদিকে, দুই সপ্তাহযেতে না যেতেই সিদ্ধান্ত থেকে সরে এসেছেন শখ। আজ ৫ ফেব্রুয়ারি প্রথম আলোডটকমকে শখ জানান, ‘এটা ঠিক যে, নিলয়ের সঙ্গে আমার ঝগড়া হয়েছিল। তখন রাগকরে উল্টাপাল্টা সিদ্ধান্ত নিয়েছিলাম। সত্যি বলতে, সম্পর্কের মাঝে তোটুকটাক ঝগড়া থাকবেই। এ নিয়ে এত কথা বলার তো কিছুই নেই। আমি বলতে চাই, এখনওসব মিটমাট হয়ে গেছে। আমরা আগের মতোই আছি। আমাদের জন্য দোয়া করবেন।ইচ্ছে আছে আমাদের প্রেম ও ভালোবাসাকে বিয়েতে রূপ দেওয়ার।’
শখেরবিভিন্ন অভিযোগের পরিপ্রেক্ষিতে নিলয় প্রথম আলো ডটকমকে বলেন, ‘শখের সঙ্গেমাঝে কিছু বিষয় নিয়ে ঝগড়া হয়েছিল। কিন্তু পরে তা ঠিক হয়ে যায়। আমারপ্রতি শখের অভিমান থাকতে পারে। তবে তার প্রতি আমার কোনো অভিযোগ নেই। আমরাবেশ ভালো আছি।’
নিউজরুম