বিনোদন ডেস্ক(০৫ ফেব্রুয়ারী): করণ জোহর প্রযোজিত ‘গোরি তেরে পেয়ার মে’ ছবির জন্য ওজন কমাতে শুরু করেছেনকারিনা কাপুর খান। এ জন্য নিয়মিত যোগব্যায়াম করছেন বলে সম্প্রতিজানিয়েছেন তিনি।
গত বছরের ২১ ডিসেম্বর মুক্তি পাওয়া ‘দাবাং ২’ ছবির ‘ফেভিকল সে’ আইটেম গানে মুটিয়ে যাওয়া কারিনাকে দেখে অনেকেই কড়াসমালোচনা করেছিলেন। তবে কারিনা জানিয়েছেন, চরিত্রের প্রয়োজনেই ওজনবাড়াতে হয়েছিল তাঁকে। যোগব্যায়ামের মাধ্যমে সেই বাড়তি ওজন কমানোর সবরকম চেষ্টা চালিয়ে যাচ্ছেন বলেও জানিয়েছেন ৩২ বছর বয়সী এ অভিনেত্রী।
কারিনাজানান, বরাবরই তিনি প্রচুর পাওয়ার ইয়োগা করতেন। কিন্তু সম্প্রতিইয়েনগার ইয়োগা শুরু করেছেন। বিশ্বখ্যাত ভারতীয় যোগব্যায়াম গুরু বি কেএস ইয়েনগার উদ্ভাবিত ইয়েনগার ইয়োগা অনেক কঠিন বলেও জানিয়েছেন কারিনা। এপ্রসঙ্গে তাঁর ভাষ্য, ‘এরই মধ্যে দুটি সেশনে অংশ নিয়েছি। খুব ভালোলাগছে।’
‘আই হেট লাভ স্টোরিজ’খ্যাত নির্মাতা পুনিত মালহোত্রারপরিচালনায় ‘গোরি তেরে পেয়ার মে’ ছবিতে কারিনার বিপরীতে আছেন ইমরান খান।ছবির শুটিং শুরু হবে আগামী মার্চে। এ প্রসঙ্গে কারিনা বলেন, ‘ছবিতে পাঁচটিগান থাকছে। নাচনির্ভর গানগুলোতে খুব নাচতে হবে আমাকে। এ জন্য আমার ওজনকমাতে বলা হয়েছে। ছবিতে আমাকে নতুন এক রূপে তুলে ধরতে চান পুনিত।’ জানিয়েছে পিটিআই।
এরই মধ্যে ওই ছবির জন্য নিজেকে প্রস্তুত করতে শুরুকরেছেন কারিনা। ছবির গানগুলোর শুটিং শুরুর দিন বিশেক আগে থেকে ইমরান খানেরসঙ্গে মহড়া শুরু করবেন তিনি।
নিউজরুম