‘রায়ের বিরুদ্ধে আপিল করবো : রাষ্ট্র পক্ষের প্রসিকিউটর

0
159
Print Friendly, PDF & Email

ঢাকা,(৫ ফেব্রুয়ারী) : কাদের মোল্লার বিরুদ্ধে দেওয়া আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর দেওয়া যাবজ্জীবন সাজার রায়ে সন্তষ্ট না বলে মন্তব্য করেছেন এ মামলার রাষ্ট্র পক্ষের প্রসিকিউটর মোহাম্মদ আলী।

মঙ্গলবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এ মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত জামায়াতের সহকারী সেক্রেটারি আব্দুল কাদের মোল্লার বিরুদ্ধে রায় দেওয়ার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন, “কাদের মোল্লার বিরুদ্ধে আনীত অভিযোগের ৫টিই আমরা প্রমাণ করতে সক্ষম হয়েছি, তারপরও ট্রাইব্যুনাল কেন তাকে সর্বোচ্চ শাস্তি দিলো না তা আমার বোধগম্য না।”

তিনি আরও বলেন, “আমরা রায়ের বিরুদ্ধে আপিল করবো। সেখানে আমাদের যুক্তি তর্ক উপস্থাপন করবো।”

নিউজরুম

শেয়ার করুন