ঢাকা,(৫ ফেব্রুয়ারী) : মানবতা বিরোধী অপরাধের দায়ে অভিযুক্ত কাদের মোল্লার রায়ে সন্তুষ্ট হতে পারেনি আওয়ামী লীগের নেতারা। মঙ্গলবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ কাদের মোল্লাকে যাবজ্জীবন কারাদণ্ড দেন।
আদালতের এই রায়ে তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানান অনেকে। আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম বলেন, “আমরা রায়ে সন্তুষ্ট হতে পারিনি।
জাতি অন্য কিছু প্রত্যাশা করেছিল।” ঢাকা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বলেন, “আমরা এ রায়ে সন্তুষ্ট নই।” এদিকে, আনন্দ র্যালি জন্য দলীয় কার্যালয়ের সামনে জড়ো হয়েছেন দলের নেতাকর্মীরা।
নিউজরুম