নাটোর,(৫ফেব্রুয়ারী) : নাটোরে গাড়ি ভাঙচুর, বিক্ষোভ মিছিল ও আটকের মধ্য দিয়ে জামায়াতের ডাকা মঙ্গলবারের সকাল-সন্ধ্যা হরতাল চলছে। হরতালে নাশকতা ঠেকাতে শহরে অতিরিক্ত পুলিশ ও র্যাব মোতায়েন করা হয়েছে।
সকালে হরতাল সমর্থকরা দিঘাপতিয়া এলাকায় একটি বিক্ষোভ মিছিল বের করে।
লালপুর উপজেলার নাটোর-পাবনা মহাসড়কের কদিমচিলানে পিকেটিং করে জামায়াত-শিবিরকর্মীরা। এসময় তারা ৪/৫টি গাড়ির কাঁচ ভাঙচুর করে।
এছাড়া বাগাতিপাড়া উপজেলা পরিষদ চত্বর এলাকায় একটি ট্রাক ভাঙচুর করে জামায়াত কর্মীরা।
এদিকে, গুরুদাসপুর উপজেলার চাঁচকৈড় বাজারে সুমন( ১৯) নামের একশিবির কর্মীকে আটক করেছে পুলিশ।
অন্যদিকে, হরতালের কারণে সকাল থেকে দূরপাল্লার ও অভ্যন্তরীণ রুটের যান চলাচল বন্ধ রয়েছে।তবে, শহরে রিকশা ও ব্যাটারি চালিত অটোরিকশা চলাচল করছে।
নিউজরুম