ঢাকা,(৫ ফেব্রুয়ারী) : একাত্তরের মানবতা বিরোধী অপরাধে জামায়াত নেতা আব্দুল কাদের মোল্লার যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত হওয়ার রায় নিয়ে আপাতত কোন প্রতিক্রিয়া নেই বিএনপির।রায় ঘোষণার পর যোগাযোগ করা হলে দলটির সমন্বয়ক ও স্থায়ী কমিটির সদস্য তরিকুল ইসলাম বলেন, “রায় হয়েছে জেনেছি। তবে এ ব্যাপারে আমাদের কোন প্রতিক্রিয়া নেই।”
পরে দলটির পক্ষ থেকে লিখিত বিবৃতিতে এ বিষয়ক প্রতিক্রিয়া দেওয়া হবে বলে জানিয়েছে দলীয় সূত্র।
আন্তর্জাতিক ট্রাইব্যুনাল বাতিলের দাবিতে জামায়াতের ডাকা মঙ্গলবারের হরতাল প্রসঙ্গেও কোন প্রতিক্রিয়া দেওয়া থেকে বিরত থাকে বিএনপি।
হরতাল সমর্থন করছেন কি না জানতে চাইলে তরিকুল ইসলাম বলেন, “জামায়াতের হরতাল সমর্থন করবো, কি করবো না তা নিয়ে কোন বক্তব্য থাকলে আমরা জানিয়ে দেবো।”
যদিও শুরু থেকেই যুদ্ধাপরাধের পক্ষে আছে দাবি করে ট্রাইব্যুনালের স্বচ্ছতা ও নিরপেক্ষতা বজায় রাখার দাবি জানিয়ে আসছে প্রধান বিরোধী দল।
নিউজরুম