স্পোর্টস ডেস্ক(০৫ ফেব্রুয়ারী): বিশ্ব রেকর্ডটাকে একান্তই নিজের করে নিতে একটাই মাত্র ক্যাচ দরকার ছিল এবিডি ভিলিয়ার্সের। উইকেটে পাকিস্তানের শেষ জুটি। কিন্তু জুনাইদ খানকেএলবিডব্লু করে ডেল স্টেইন কেড়ে নিলেন তাঁর ‘মুখের গ্রাস’। এতে অবশ্য মলিনহয়নি ডি ভিলিয়ার্সের মুখের হাসি। চার দিনের মধ্যেই যে দল জিতে নিয়েছে প্রথমটেস্টটা। ডি ভিলিয়ার্সের রেকর্ড ১১ ডিসমিসাল, ডেল স্টেইনের ক্যারিয়ার-সেরাবোলিং (১১/৬০) অধিনায়ক স্মিথকে তাঁর শততম ম্যাচে উপহার দিয়েছে ২১১ রানেরজয়।
জয়ের জন্য ৪৮০ রানের প্রায় অসম্ভব এক লক্ষ্য। ৮২ রানে ৪ উইকেটহারিয়ে ফেলে পাকিস্তান, তাদের জন্য ম্যাচটা শেষ হয়ে যেতে পারত তৃতীয় দিনেই।কিন্তু ওখান থেকেই ঘুরে দাঁড়ান অধিনায়ক মিসবাহ-উল-হক ও আসাদ শফিক। গড়েন১০১ রানের অবিচ্ছিন্ন জুটি, পাকিস্তান দিন শেষ করে ১৮৩ রানে। তবে কালতাঁদের প্রতিরোধপর্ব স্থায়ী ছিল আর ২৬ রান। চতুর্থ দিনের শুরুতে তিন ওভারেরমধ্যে এই দুই ব্যাটসম্যানকে ফিরিয়ে দিলেন স্টেইন। এই ধাক্কা সামলাতে নাপেরে লাঞ্চের আগেই শেষ পাকিস্তানের দ্বিতীয় ইনিংস। মিসবাহর দলের শেষ ৪উইকেট পড়েছে ৫০ রানের মধ্যে। নবম ও দশম উইকেট দুটি তুলে ইনিংসে আবারও ৫উইকেট পূর্ণ করেছেন স্টেইন। সপ্তম ও অষ্টম উইকেট ফিল্যান্ডার ও মরকেলেরশিকার।
স্টেইনের বলে সাঈদ আজমল উইকেটের পেছনে ক্যাচ দিতেই দুটি ঘটনারসাক্ষী হয় কাল ওয়ান্ডারার্স। ইনিংসের পঞ্চম ক্যাচটি নিয়েই জ্যাক রাসেলের ১১ডিসমিসালের বিশ্ব রেকর্ড ছুঁয়ে ফেলেন ডি ভিলিয়ার্স। প্রথম ইনিংসেও ছয়টিক্যাচ নেন এ ম্যাচে ব্যাট হাতে সেঞ্চুরি পাওয়া এই উইকেটকিপার। টেস্টে একইম্যাচে সেঞ্চুরি করার পাশাপাশি ১০ ডিসমিসালের প্রথম উদাহরণও গড়লেন ডিভিলিয়ার্স। আর স্টেইন পঞ্চমবারের মতো ম্যাচে পেলেন ১০ উইকেট। পরে আরেকটিউইকেট নিয়ে ১৯৭৬ সালের পর গড়লেন সবচেয়ে কম রানে ১১ উইকেট নেওয়ার কীর্তি।১৯৭৬ সালে ওয়েলিংটনে ভারতের বিপক্ষে ৫৮ রানে ১১ উইকেট নিয়েছিলেন স্যাররিচার্ড হ্যাডলি।
কাল নতুন বলে টানা ১০.৪ ওভার বল করেছেন স্টেইন। ডিভিলিয়ার্সকে টপকে হয়েছেন ম্যাচসেরা। কিন্তু ম্যাচের পর মাইক্রোফোনের সামনে২২ গজের ‘স্টেইন-গান’ তিনি নন, অজেয় একটা টেস্ট পরিবারের সাধারণ সদস্য।স্মিত হাসিতে জয়ের কৃতিত্ব ভাগাভাগি করে নিয়েছেন সতীর্থদের সঙ্গে, ‘আমিসত্যিই ভালো বল করেছি। এবির সেঞ্চুরি, বিফের অধিনায়ক হিসেবে শততম টেস্ট, কঠিন এক উইকেটে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত। এই দলটা এমনই। পুরো দলটাইদারুণ খেলেছে।’
১৪ ফেব্রুয়ারি কেপটাউনে শুরু হবে তিন ম্যাচের টেস্ট সিরিজের দ্বিতীয়টি। ওয়েবসাইট।
নিউজরুম