ডেল স্টেইন কেড়ে নিলেন তাঁর ‘মুখের গ্রাস’

0
156
Print Friendly, PDF & Email

স্পোর্টস ডেস্ক( ফেব্রুয়ারী): বিশ্ব রেকর্ডটাকে একান্তই নিজের করে নিতে একটাই মাত্র ক্যাচ দরকার ছিল এবিডি ভিলিয়ার্সেরউইকেটে পাকিস্তানের শেষ জুটিকিন্তু জুনাইদ খানকেএলবিডব্লু করে ডেল স্টেইন কেড়ে নিলেন তাঁর মুখের গ্রাসএতে অবশ্য মলিনহয়নি ডি ভিলিয়ার্সের মুখের হাসিচার দিনের মধ্যেই যে দল জিতে নিয়েছে প্রথমটেস্টটাডি ভিলিয়ার্সের রেকর্ড ১১ ডিসমিসাল, ডেল স্টেইনের ক্যারিয়ার-সেরাবোলিং (১১/৬০) অধিনায়ক স্মিথকে তাঁর শততম ম্যাচে উপহার দিয়েছে ২১১ রানেরজয়
জয়ের জন্য ৪৮০ রানের প্রায় অসম্ভব এক লক্ষ্য৮২ রানে ৪ উইকেটহারিয়ে ফেলে পাকিস্তান, তাদের জন্য ম্যাচটা শেষ হয়ে যেতে পারত তৃতীয় দিনেইকিন্তু ওখান থেকেই ঘুরে দাঁড়ান অধিনায়ক মিসবাহ-উল-হক ও আসাদ শফিকগড়েন১০১ রানের অবিচ্ছিন্ন জুটি, পাকিস্তান দিন শেষ করে ১৮৩ রানেতবে কালতাঁদের প্রতিরোধপর্ব স্থায়ী ছিল আর ২৬ রানচতুর্থ দিনের শুরুতে তিন ওভারেরমধ্যে এই দুই ব্যাটসম্যানকে ফিরিয়ে দিলেন স্টেইনএই ধাক্কা সামলাতে নাপেরে লাঞ্চের আগেই শেষ পাকিস্তানের দ্বিতীয় ইনিংসমিসবাহর দলের শেষ ৪উইকেট পড়েছে ৫০ রানের মধ্যেনবম ও দশম উইকেট দুটি তুলে ইনিংসে আবারও ৫উইকেট পূর্ণ করেছেন স্টেইনসপ্তম ও অষ্টম উইকেট ফিল্যান্ডার ও মরকেলেরশিকার
স্টেইনের বলে সাঈদ আজমল উইকেটের পেছনে ক্যাচ দিতেই দুটি ঘটনারসাক্ষী হয় কাল ওয়ান্ডারার্সইনিংসের পঞ্চম ক্যাচটি নিয়েই জ্যাক রাসেলের ১১ডিসমিসালের বিশ্ব রেকর্ড ছুঁয়ে ফেলেন ডি ভিলিয়ার্সপ্রথম ইনিংসেও ছয়টিক্যাচ নেন এ ম্যাচে ব্যাট হাতে সেঞ্চুরি পাওয়া এই উইকেটকিপারটেস্টে একইম্যাচে সেঞ্চুরি করার পাশাপাশি ১০ ডিসমিসালের প্রথম উদাহরণও গড়লেন ডিভিলিয়ার্সআর স্টেইন পঞ্চমবারের মতো ম্যাচে পেলেন ১০ উইকেটপরে আরেকটিউইকেট নিয়ে ১৯৭৬ সালের পর গড়লেন সবচেয়ে কম রানে ১১ উইকেট নেওয়ার কীর্তি১৯৭৬ সালে ওয়েলিংটনে ভারতের বিপক্ষে ৫৮ রানে ১১ উইকেট নিয়েছিলেন স্যাররিচার্ড হ্যাডলি
কাল নতুন বলে টানা ১০.৪ ওভার বল করেছেন স্টেইনডিভিলিয়ার্সকে টপকে হয়েছেন ম্যাচসেরাকিন্তু ম্যাচের পর মাইক্রোফোনের সামনে২২ গজের স্টেইন-গানতিনি নন, অজেয় একটা টেস্ট পরিবারের সাধারণ সদস্যস্মিত হাসিতে জয়ের কৃতিত্ব ভাগাভাগি করে নিয়েছেন সতীর্থদের সঙ্গে, ‘আমিসত্যিই ভালো বল করেছিএবির সেঞ্চুরি, বিফের অধিনায়ক হিসেবে শততম টেস্ট, কঠিন এক উইকেটে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্তএই দলটা এমনইপুরো দলটাইদারুণ খেলেছে
১৪ ফেব্রুয়ারি কেপটাউনে শুরু হবে তিন ম্যাচের টেস্ট সিরিজের দ্বিতীয়টিওয়েবসাইট

 

নিউজরুম

 

শেয়ার করুন