পেনাল্টি থেকে সমতায় ফেরান মেসি

0
128
Print Friendly, PDF & Email

স্পোর্টস ডেস্ক(০৫ ফেব্রুয়ারী):সপ্তাহের মাঝপথে এল ক্লাসিকোনামের স্নায়ুক্ষয়ী যুদ্ধে নামার ক্ষতিকর প্রভাবটা আগের দিন ভালোই টের পেয়েছে রিয়াল মাদ্রিদদুর্বল গ্রানাডার কাছে হেরেছে ১-০ গোলেপরশু বার্সেলোনাকেও দিতে হলো সেই স্নায়ুক্ষয়ী লড়াইয়ের মাশুলতবে হার নয়, ভ্যালেন্সিয়ার সঙ্গে ১-১ গোলে ড্র করেছে বার্সেলোনাপেনাল্টি গোলে কাতালানদের মূল্যবান পয়েন্টটি এনে দিয়েছেন লিওনেল মেসি
৩৩ মিনিটে ভ্যালেন্সিয়া এগিয়ে যায় এভার বানেগার গোলেছয় মিনিট পরই পেনাল্টি থেকে বার্সেলোনাকে সমতায় ফেরান মেসিএ নিয়ে লিগে টানা ১২ ম্যাচে গোল করলেন টানা চারবারের ফিফা বর্ষসেরা খেলোয়াড়ব্রাজিলিয়ান কিংবদন্তি রোনালদোর টানা ১০ ম্যাচে গোল করার রেকর্ডটি পেছনে ফেলেছেন আগেইমেসির লড়াই এখন নিজের সঙ্গেই, নিজের রেকর্ডটা আরও উচ্চতায় নিয়ে যাওয়ার
ম্যাচে বার্সেলোনা যেমন জিততে পারত, তেমনি হারতেও পারতরক্ষণকে সুসংগঠিত রেখে পাল্টা আক্রমণে ঝাঁপিয়ে গোলের সুযোগ পেয়েছে স্বাগতিক ভ্যালেন্সিয়াওশেষ দিকে গোলরক্ষক ভিক্টর ভালদেস জোড়া সেভ করে বাঁচিয়েছেন বার্সাকেম্যাচ শেষে বার্সার ভারপ্রাপ্ত কোচ জর্ডি রৌরা বলেছেন, এল ক্লাসিকোর নেতিবাচক প্রভাব ছিল তাঁর দলের খেলায়
আগের দিন গ্রানাডা ম্যাচে রিয়ালের খেলোয়াড়দের শারীরিক ভাষাই বলে দিচ্ছিল, বুধবারের এল ক্লাসিকোর ধকল তাঁরা কাটিয়ে উঠতে পারেননিরিয়াল-বার্সা ম্যাচ শুধুই একটা ফুটবল ম্যাচ তো নয়, এটি শুষে নেয় খেলোয়াড়দের মানসিক শক্তিওএল ক্লাসিকোর দুই দিন পরই নামতে হয় মাঠে রিয়ালকেবার্সেলোনা অবশ্য বিশ্রামের জন্য একটা দিন বেশি পেলেও দুর্দান্ত ভ্যালেন্সিয়াকে হারাতে পারেনি
রৌরা নিজেই বলেছেন, তাঁর খেলোয়াড়দের মধ্যে সজীবতার ঘাটতি ছিল, ‘নিশ্চিতভাবেই এটা সত্য, আমরা মাদ্রিদে কঠিন একটা ম্যাচ খেলে এসেছিপ্রথমার্ধে ম্যাচে নিয়ন্ত্রণ রাখাটা ছিল আমাদের জন্য কঠিন এবং পরে উন্নতি করেছিবার্সার সহকারী কোচ তাই ড্র-কেই মানছেন ন্যায্য ফল, ‘তিনটি পয়েন্ট তুলতেই আমরা এসেছিলামকিন্তু এই স্টেডিয়ামে জেতাটা কঠিনপাঁচ বছরে এখানে আমরা মাত্র একবার জিতেছিআমি মনে করি, ড্রটা ন্যায্য ফল
বার্সার ড্রয়ের সুযোগটা কাজে লাগিয়েছে অ্যাটলেটিকো মাদ্রিদনিজেদের মাঠে রিয়াল বেটিসকে ১-০ গোলে হারিয়ে তারা বার্সার সঙ্গে পয়েন্ট ব্যবধান নামিয়ে এনেছে ৯-এ২২ ম্যাচে বার্সার পয়েন্ট ৫৯, অ্যাটলেটিকোর ৫০, রিয়াল মাদ্রিদের ৪৩এএফপি, রয়টার্স

 

 

 

নিউজরুম

 

শেয়ার করুন