ঢাকা,(৫ ফেব্রুয়ারী) : সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে সড়ক দুর্ঘটনায় নিহত ১৬ বাংলাদেশির পরিচয় শনাক্ত হয়েছে।
আবুধাবিতে নিযুক্ত বাংলাদেশ দূতাবাসের মিডিয়া বিভাগের পরিচালক মো. আজিজুর রহমানের কার্যালয় থেকে পাঠানো এক বার্তায় নিহত বাংলাদেশিদের পরিচয় জানানো হয়।
নিহতরা বাংলাদেশিরা হলেন; ফরিদপুরের বাগারকান্দি গ্রামের সামাদ মোল্যার ছেলে শাহজাহান মোল্যা, চেরাগ আলী গ্রামের জহুর উদ্দিন মুন্সির ছেলে রোকন মুন্সি, মুন্সিগঞ্জের মদনখালি গ্রামের শেখ আলিফের ছেলে বাশার, চট্টগ্রামের খাশখামা গ্রামের মো. শাহ আলমের ছেলে মো. বোরহান উদ্দিন, উত্তর পাইন্ডং গ্রামের আবদুল গনির ছেলে মো. আরিফ, দক্ষিণ পাইন্ডং গ্রামের মৃত মো. আবদুল মোতালেবের ছেলে আলাউদ্দিন, ধর্মপুর গ্রামের আলী হোসেনের ছেলে মো. হাশেম, রায়পুর গ্রামের মৃত নজির মিয়ার ছেলে মো. সিরাজুল ইসলাম মজুমদার, কুমিল্লার নারার পাড় গ্রামের আবুল হোসেনের ছেলে নূর আলম, আলীর চর গ্রামের সুন্দর আলীর ছেলে আনোয়ার হোসেন, হিরাপুর গ্রামের মো. মালু মিয়ার ছেলে হাবিবুর রহমান, নেত্রকোনার বাউশি গ্রামের রুজ আলীর ছেলে উজ্জ্বল মিয়া; রাজবাড়ীর রামকান্তপুর গ্রামের কাসেম কবিরাজের ছেলে জয়নাল কবিরাজ, মৌলভীবাজারের গোল্লাশনগঞ্জ গ্রামের হাজী ওয়াব আলীর ছেলে ওয়াসির আলী ও লক্ষ্মীপুরের চর ফ্যালকন গ্রামের মো. রুহুল আমিনের ছেলে ফারুক হোসেন।
নিহত আরেকজনের নাম উজ্জ্বল বিশ্বাস বলে জানা গেলেও পাসপোর্ট উদ্ধার করা যায়নি বলে তার বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি।
সোমবার সকাল আটটার দিকে আবুধাবির অন্যতম মেগাসিটি আল আইনের কাছে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ২২ জন নিহত ও ২৪ জন আহত হয়।
বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক কনস্যুলার সুলতানা লায়লা হোসেন বাংলানিউজকে দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছিলেন।
সূত্র জানিয়েছে, দুর্ঘটনায় নিহত একজন ভারতীয় হলেও অপর পাঁচজনের পরিচয় শনাক্ত করা যায়নি। পরিচয় শনাক্ত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ হাসপাতালের মর্গে গেছেন। মরদেহগুলো দ্রুত দেশে ফিরে আনার ব্যাপারে কার্যক্রম চলছে বলেও জানিয়েছে বাংলাদেশ দূতাবাস।
নিউজরুম