ঢাকা,(৪ফেব্রুয়ারী) : পূর্বনির্ধারিত মঙ্গলবারের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষা স্থগিত করা হয়েছে।
নির্ধারিত বাংলা দ্বিতীয়পত্রের এ পরীক্ষা আগামী শুক্রবার অনুষ্ঠিত হবে। সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত পরীক্ষা চলবে বলে জানিয়েছেন ঢাকা শিক্ষাবোর্ডের চেয়ারম্যান এসএম ওয়াহিদুজ্জামান।সোমবার দুপুরে জামায়াতের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খান এক বিবৃতিতে মঙ্গলবার সারা দেশে সকাল-সন্ধ্যা হরতালের ডাক দেন। এর পরপরই শিক্ষাবোর্ড থেকে পরীক্ষার সময় পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়া হয়।
এর আগে রোববার পরীক্ষার প্রথম দিনে আজিমপুর গার্লস স্কুল কেন্দ্র পরিদর্শন শেষে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ ধ্বংসাত্মক ও পরীক্ষার্থীদের জন্যে ক্ষতিকর কোনো কর্মসূচি না দেওয়ার জন্যে রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানিয়েছিলেন।
পরীক্ষার্থীদের নিজের সন্তান মনে করে হরতালের মতো কর্মসূচী না দেওয়ার জন্যে শিক্ষামন্ত্রীর এ অনুরোধে কর্ণপাত করলো না জামায়াতে ইসলামী।
নিউজরুম