‘জনতার পার্লামেন্ট’

0
175
Print Friendly, PDF & Email

কৃষি ডেস্ক(০৪ ফেব্রুয়ারী): রাজশাহীতে গত শনিবার জনতার পার্লামেন্টনামে কৃষিজীবী মানুষের কাছে জনপ্রতিনিধি ও সরকারি কর্মকর্তাদের জবাবদিহিমূলক এক অনুষ্ঠানের আয়োজন করা হয়ডিস্ট্রিক্ট পাবলিক পলিসি ফোরামের (লোকমোর্চা) রাজশাহী জেলা শাখাকৃষির উন্নয়নে সরকারি সেবার দায়বদ্ধতা ও নীতি-সহায়তার দাবিশীর্ষক এ অনুষ্ঠানের আয়োজন করে
রাজশাহী সিটি করপোরেশনের কাউন্সিলর বেলাল উদ্দিনের সভাপতিত্বে এবং লোকমোর্চার সভাপতি ও রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদের সাধারণ সম্পাদক জামাত খানের সঞ্চালনায় পানি উন্নয়ন বোর্ডের রাজশাহী কার্যালয়ের সামনে সকাল ১০টা থেকে বেলা দুইটা পর্যন্ত এই জনতার পার্লামেন্টচলে
অনুষ্ঠানে রাজশাহী ছাড়াও নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ ও নাটোরের বিভিন্ন উপজেলা পর্যায়ের অন্তত ৩০ জন প্রান্তিক কৃষক জনপ্রতিনিধি ও সরকারি কর্মকর্তাদের সরাসরি প্রশ্ন করার সুযোগ পানতাঁরা কৃষকের সঙ্গে প্রতারণা, ভেজাল বীজ ও কীটনাশক, কৃষি-উপকরণের মূল্যবৃদ্ধি, উর্বর জমি হ্রাসের মতো বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন
অনুষ্ঠানে রাজশাহী সদর আসনের সাংসদ ফজলে হোসেন বাদশা কৃষকের লড়াই-সংগ্রামে সব সময় পাশে থাকার অঙ্গীকার করেনতিনি কৃষকদের বিভিন্ন প্রশ্নের জবাবও দেনসাংসদ ছাড়াও অনুষ্ঠানে অন্যান্য জনপ্রতিনিধিদের পাশাপাশি ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তাদেরও কৃষকের মুখোমুখি করা হয়পর্যায়ক্রমে কৃষকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন রাজশাহীর জেলা প্রশাসক আবদুল হান্নান, বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী পরিচালক আহসান জাকির, পানি উন্নয়ন বোর্ড রাজশাহীর তত্ত্বাবধায়ক প্রকৌশলী মোহাম্মদ শাহাবুদ্দিন, বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনের যুগ্ম পরিচালক (বীজ বিপণন) আরিফ হোসেন খান, রাজশাহী কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক নুরুল আমিন প্রমুখ

 

নিউজরুম

 

শেয়ার করুন