চট্টগ্রাম,(৪ফেব্রুয়ারী) : কাপ্তাইয়ের কর্ণফুলী পেপার মিলে হাইড্রোজেন সিলিন্ডার বিস্ফোরণে দুই শ্রমিক নিহত হয়েছেন।
এছাড়া একজন গুরুতর আহত হয়েছেন। সোমবার বেলা সাড়ে ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটেছে। নিহতরা হলেন, ওবায়দুল হক (৫০) এবং রবিউল ইসলাম (৩৫)। গুরুতর আহত হলেন মঈন উদ্দিন (৩০)। কাপ্তাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দেলোয়ার হোসেন জানান, মিলের সিসি কমপ্লেক্সে হাইড্রোজেন গ্যাস সিলিন্ডারের উপর মিটার বসানোর সময় বিস্ফোরণে দু`শ্রমিক মারা যান।
এছাড়া একজন গুরুতর আহত হয়েছেন। তাকে চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকের কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
কেপিএমের ব্যবস্থাপক আবদুস সালাম জানান, সিসি প্ল্যান্টে কাজ করার সময় বিস্ফোরণ ঘটে। এতে দুই শ্রমিক নিহত হয়েছেন।
নিউজরুম