সরকার ‘শক্তের ভক্ত নরমের জম’: গয়েশ্বর চন্দ্র

0
175
Print Friendly, PDF & Email

ঢাকা,(৪ফেব্রুয়ারী) : সরকারকে ‘শক্তের ভক্ত নরমের জম’ বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। সোমবার জামায়াত শিবিরের মিছিলের চেয়ে পুলিশের মিছিল বড় আকারের হয়েছে উল্লেখ করে এমন মন্তব্য করেন তিনি।
 
সোমবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে জাতীয়তাবাদী সাংস্কৃতিক দল আয়োজিত গোলটেবিল বৈঠকে তিনি এসব মন্তব্য করেন।
 
‘অনিশ্চিত জাতীয় নির্বাচন, সরকারের সীমাহীন দুর্নীতি, নিপীড়ন, হুমকির মুখে গণতন্ত্র’ শীর্ষক এই বৈঠকে তিনি প্রধান অতিথির বক্তব্য রাখছিলেন।
 
গয়েশ্বর বলেন, ‘‘আজ আসার সময় দেখলাম, জামায়াতের মিছিলের আগে পুলিশ। কোনোদিকে তারা তাকাচ্ছে না। সোজা সামনে তাকানো। যেন এটা জামায়াত শিবিরের মিছিল না, পুলিশের মিছিল। একেই বলে শক্তের ভক্ত, নরমের জম। এ সরকার শক্তের ভক্ত নরমের জম।’’
 
শিবির দেখলেই গুলির নির্দেশ দেয়ার বিষয়ে ডিএমপি কমিশনার বেনজির আহমেদের রোববারের বক্তব্যের সমালোচনাও করেন গয়েশ্বর। তিনি বলেন, ‘‘সাম্প্রতিক সময়ে তিনি বলেছেন, শিবির দেখামাত্রই গুলি। আর গতকাল বলেছেন, শিবির দেখামাত্রই সালাম।’’
 
তিনি বলেন, ‘‘জামায়াত যে ভাঙচুরের রাজনীতি করে, আমরা তা করবো না। আমাদের কাছে যথেষ্ট পরিমাণ শক্তি সামর্থ্য আছে সরকারকে মোকাবেলা করার। সরকার যদি বিএনপিকে দুর্বল মনে করে, তাহলে ভুল করবে।’’
 
গয়েশ্বর পদ্মাসেতু নিয়ে বলেন, ‘‘একের পর এক বিদেশী সংস্থা সরকারকে ডিভোর্স দিয়ে যাচ্ছে। কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনা আবুল হোসেনকে ডিভোর্স দিতে পারছেন না বলেই পদ্মাসেতু অর্থায়ন হচ্ছে না।’’ সংগঠনের সভাপতি মেজর(অব) এম এম মেহবুব রহমানের সভাপতিএত্ব বৈঠকে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মো. রহমতুল্লাহ, সহ-স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক এবিএম মোশারফ, ইসলামী ঐক্যজোটের সভাপতি মাওলানা আবদুল লতিফ নিজামী প্রমুখ।

নিউজরুম
 

শেয়ার করুন