‘বিশ্বব্যাংক বাংলাদেশের রাজনীতিতে জড়িয়ে পড়েছে’ : সুরঞ্জিত সেনগুপ্ত

0
135
Print Friendly, PDF & Email

ঢাকা,(৪ফেব্রুয়ারী) : বিশ্বব্যাংক বাংলাদেশের রাজনীতির সঙ্গে জড়িয়ে পড়েছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য দফতরবিহীন মন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্ত এমপি।তিনি সোমবার দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে এক আলোচনা সভায় বক্তব্য রাখতে গিয়ে এমন মন্তব্য করেন।
‘খালেদা জিয়ার বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র ও বিদেশীদের কাছে নালিশের প্রতিবাদে’ নৌকা সর্মথক গোষ্ঠী এ আলোচনা সভার আয়োজন করে।
সভায় সভাপতিত্ব করেন সংগঠনটির সভানেত্রী রাজিয়া মোস্তফা। বক্তব্য রাখেন আওয়ামী লীগ নেতা মোজাফ্ফর হোসেন পল্টু, মহানগর আওযামী লীগের সহ সভাপতি ফয়েজউদ্দিন মিয়া ও মুক্তিযোদ্ধা আসাদুজ্জামান।
সুরঞ্জিত বলেন, ‘‘পদ্মাসেতু যাতে না হয়, সে জন্যই বিশ্বব্যাংক বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিতে জড়িয়ে পড়েছে।
তিনি বিশ্বব্যাংকে স্মরণ করিয়ে দিয়ে বলেন, ‘‘নিজস্ব অর্থায়নেই পদ্মাসেতু করার ক্ষমতা বাংলাদেশ অর্জন করেছে। যতো বাধা দেওয়ার ষড়যন্ত্রই হোক, পদ্মাসেতু হবেই।’’ তবে কারো কাছে আত্মমর্যাদা বিসর্জন দিয়ে পদ্মাসেতু না করার কথাও বলেন সুরঞ্জিত।

নিউজরুম

তিনি বলেন, ‘‘সরকার আইনের শাসনে বিশ্বাস করে বলেই পদ্মাসেতুর দুর্নীতির বিষয়টি আইনের কাছে ছেড়ে দিয়েছে। সরকার।

এ সময় পদ্মাসেতু নিজস্ব অর্থায়নে করা ও সেতুর কাজ দ্রুত বাস্তবায়নের ওপরও গুরুত্ব দেন তিনি।

শেয়ার করুন