সাত হাজার ৭২৩ জন শিক্ষার্থী

0
210
Print Friendly, PDF & Email

শিক্ষা ডেস্ক(০৪ ফেব্রুয়ারী): মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি), দাখিল ও এসএসসি ভোকেশনাল পরীক্ষা গতকাল রোববার সারা দেশে শান্তিপূর্ণভাবে শুরু হয়েছেপ্রথম দিনেই এই তিন পরীক্ষায় সাত হাজার ৭২৩ জন শিক্ষার্থী অনুপস্থিত ছিলআর অসদুপায় অবলম্বনের জন্য ৩৫ শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছেএকই অভিযোগে কুমিল্লা বোর্ডের দুজন শিক্ষকও বহিষ্কৃত হয়েছেন
গতকাল ছিল বাংলা প্রথম পত্রের পরীক্ষাশিক্ষা মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণকক্ষের হিসাব অনুযায়ী, অনুপস্থিত শিক্ষার্থীদের মধ্যে ছিল ঢাকা বোর্ডে এক হাজার ২১৪ জন, কুমিল্লায় ৩৮৩, যশোরে ২৯৯, রাজশাহীতে ৪৯৮, চট্টগ্রামে ৩৪২, সিলেটে ১২৪, বরিশালে ১৭৪ এবং দিনাজপুর বোর্ডে ২২৮ জনমাদ্রাসা বোর্ডে তিন হাজার ৮০১ জন এবং কারিগরি বোর্ডে ৬৬০ জন অনুপস্থিত ছিল
বহিষ্কৃত শিক্ষার্থীদের মধ্যে মাদ্রাসা বোর্ডে ২১, কারিগরি বোর্ডে ১৩ এবং চট্টগ্রামে একজন শিক্ষার্থী রয়েছেকারিগরি বোর্ডে একজন শিক্ষার্থী গ্রেপ্তারও হয়েছে
এবার এই তিন পরীক্ষায় মোট পরীক্ষার্থী ১৩ লাখ তিন হাজার ২০৩ জনসারা দেশে দুই হাজার ৭৫৮টি কেন্দ্রে পরীক্ষা হচ্ছে
শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ পরীক্ষা দেখতে রাজধানীর আজিমপুর সরকারি বালিকা উচ্চবিদ্যালয় কেন্দ্র পরিদর্শন করেনএ সময় তিনি সাংবাদিকদের বলেন, ‘পরীক্ষা চলাকালে রাজনৈতিক দলগুলো কর্মসূচি পালনে দায়িত্বশীল হবে বলে আশা করি

 

নিউজরুম

 

শেয়ার করুন