আর্ন্তজাতিক ডেস্ক(০৪ ফেব্রুয়ারী): শটগান থেকে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার গুলি ছোড়ার দৃশ্যসংবলিত একটিছবি প্রকাশ করেছে হোয়াইট হাউস। ২০১২ সালের ৪ আগস্ট তোলা ওই ছবিতে দেখাযাচ্ছে, ক্যাম্প ডেভিডের বাড়িতে জিনসের প্যান্ট পরে সানগ্লাস চোখে দিয়েগুলি ছুড়ছেন ওবামা। নল দিয়ে ধোঁয়া বের হচ্ছে। গত শুক্রবার হোয়াইট হাউসেরফ্লিকার অ্যাকাউন্টে ছবিটি প্রকাশ করা হয়েছে।
গত ১৪ ডিসেম্বরযুক্তরাষ্ট্রে একটি বিদ্যালয়ে এক ছাত্রের বেপরোয়া গুলিবর্ষণে ২৬ ছাত্রেরপ্রাণহানি ঘটে। এ ঘটনা ছাড়াও এর আগে সংঘটিত এমন ঘটনার পরিপ্রেক্ষিতেযুক্তরাষ্ট্রে অস্ত্র আইন কঠোর করার জোর দাবি ওঠে।
গত মাসে মার্কিনসাময়িকী নিউ রিপাবলিক-এ দেওয়া এক সাক্ষাৎকারে ওই দাবির প্রতি একাত্মতাপ্রকাশ করেন ওবামা। এর জের ধরে তিনি অস্ত্র ব্যবহারের ওপর কড়াকড়ি আরোপেরপ্রস্তাব করেন।
এর আগে কখনো আগ্নেয়াস্ত্র থেকে গুলি ছুঁড়েছেন কিনা, সাংবাদিকের এ প্রশ্নের জবাবে ওবামা বলেন, ‘ক্যাম্প ডেভিডে আমরা সবসময়স্কিটশুটিং করি।’ বিবিসি।
নিউজরুম