বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক(০৪ ফেব্রুয়ারী): নিজের ঢোল নিজে পেটানো নাকি নিজের ব্র্যান্ডিং! যে যাই ভাবুক নিজেরব্র্যান্ডিং কিন্তু কাজে লাগে, তবে সেজন্য থাকতে হয় সৃজনশীলতা আর অন্যকেআকর্ষণ করার ক্ষমতা। সম্প্রতি সৃজনশীলতার গুণেই নিজের ব্র্যান্ডিং করেপছন্দমতো চাকরি পেয়েছেন ফ্রান্সের এক চাকরিপ্রার্থী ফিলিপ ডোবাস্ট। খবরসিনএন-এর।
ক্যারিয়ার পরামর্শকরা নিজের ব্র্যান্ডিং করার বিষয়টা ইতিবাচক বলেই মনে করেন।
অনলাইনরিটেইলার আমাজনের পণ্যের বিজ্ঞাপনের আদলে নিজেকে ‘বিক্রি’ করবেন বলেচাকরির দরখাস্ত তৈরি করেছিলেন ফিলিপ ডোবাস্ট। তাঁর অভিনব এ চাকরিরদরখাস্তটি ব্লগ ও বিভিন্ন সামাজিক যোগাযোগের ওয়েবসাইটে দারুণ জনপ্রিয়তাপায়। নিজের ব্র্যান্ডিং করে ১০০ টিরও বেশি চাকরির অফার পেয়েছেন ফিলিপডোবাস্ট নামের এই তরুণ।
ফিলিপ জানিয়েছেন, ওয়েব প্রোডাক্ট ম্যানেজার পদেআমার পছন্দের একটি চাকরি খুঁজছিলাম। প্রচলিত পদ্ধতির চাকরির দরখাস্তপাঠানোর পর আমাকে বারবার হতাশ হতে হয়েছে। এরপর আমাজনের ওয়েবসাইটে পণ্যেরবর্ণনার আদলে নিজের চাকরির দরখাস্তটি সাজিয়েছিলাম। যখন চাকরির জন্য দরখাস্তপাঠিয়েছি নতুন দরখাস্তটির লিংকও পাঠিয়েছি। আমার দরখাস্তে পণ্যের মতো করেইনিজের সব তথ্য সাজিয়ে দিয়েছি। আর আমার এ পদ্ধতিতেই শেষ নাগাদ ভাগ্যখুলেছে।’
ফিলিপ আরও জানিয়েছেন, ‘ফ্রান্সের জনপ্রিয় একটি ব্লগে তিনি মজাকরার জন্য তাঁর দরখাস্তটি পাঠিয়েছিলেন। ব্লগ থেকে এ দরখাস্ত চলে যায়ফেসবুকে। দরখাস্তটি ২৭ হাজারেরও বেশি ফেসবুক লাইক পায়।
তাঁর এ নিজেরব্র্যান্ডিংয়ের ফলে ফিলিপ কেবল ইন্টারনেটে জনপ্রিয় হননি, এসময় তিনি এশিয়া ওইউরোপের বিভিন্ন প্রতিষ্ঠান থেকে ৮০০র বেশি মেসেজ পান। এসব বার্তায় ১০০টিরও বেশি প্রতিষ্ঠান থেকে তাঁকে চাকরির অফার দেওয়া হয়।
তবে আমাজনের অনুকরণে তৈরি এ দরখাস্তের জন্য প্রতিষ্ঠানটির পক্ষ থেকে যোগাযোগ করা হয়েছে কিনা সে প্রসঙ্গে মুখ খোলেননি ফিলিপ।
একটিসৃজনশীল চাকরির দরখাস্ত তৈরি করে ‘তারকা’ বনে যাওয়া ফিলিপ জানিয়েছেন, ‘নিজেকে ব্র্যান্ডিং করা বা নিজের প্রচারণার গুরুত্ব আমি এখন বুঝতে পারছি।এটা ভাবলে বোঝা সহজ যে, মানুষ কোনো পণ্য কেনে না, আসলে তারা পণ্য ব্যবহারকরার জন্য তা গ্রহণ করে।
ফিলিপ ডোবাস্টের ভাষ্য, কর্মীর কাজের পদ্ধতিনির্ধারণ করে দেওয়া চাকরিদাতা প্রতিষ্ঠানের দায়িত্ব নয়, প্রতিষ্ঠানের কাছেনিজেকে কীভাবে জাহির করবে সেটা কর্মীর দায়িত্ব।
ফিলিপের পরামর্শ হচ্ছে, চাকরি খোঁজার সময় নিজেকে অন্যদের চেয়ে আলাদা করে দেখানো ও সৃজনশীল দেখানোর ভূমিকা রয়েছে।
যুক্তরাষ্ট্রের ক্যারিয়ার ও লাইফ বিষয়ক পরামর্শক হুইটনি জনসন এ প্রসঙ্গে জানিয়েছেন, নিজেকে ব্র্যান্ডিং করা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
নিউজরুম