বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক(০৪ ফেব্রুয়ারী): ব্ল্যাকবেরি মুঠোফোনের নির্মাতা হিসেবে পরিচিত রিসার্চ ইন মোশন বা রিম। তবেএখন থেকে আর রিম নয় ‘ব্ল্যাকবেরি’ ব্র্যান্ড নামটিকেই এবারে নাম হিসেবেগ্রহণ করেছে প্রতিষ্ঠানটি। সম্প্রতি ব্ল্যাকবেরি ১০ অপারেটিং সিস্টেমনির্ভরনতুন মডেলের দুটি স্মার্টফোন বাজারে আনা উপলক্ষে রিম নামটি বদলেব্ল্যাকবেরি হয়েছে প্রতিষ্ঠানটি। খবর রয়টার্সের।
প্রতিষ্ঠানের প্রধাননির্বাহী থ্রস্টেন হেইন্স নিউইয়র্কে ৩০ জানুয়ারি নতুন স্মার্টফোনেরউদ্বোধনের অনুষ্ঠানে প্রতিষ্ঠানের রিম নামটি বদলে নতুন নাম ব্ল্যাকবেরিরাখার ঘোষণা দেন।
১৯৮৫ সাল থেকে রিসার্চ ইন মোশন বা রিম ব্ল্যাকবেরি ফোনের নির্মাতা হিসেবে পরিচিত।
এ প্রসঙ্গে হেইন্সের ভাষ্য, এখন থেকে রিম হলো ব্ল্যাকবেরি। ব্ল্যাকবেরির পরিচিতিকে এবার প্রতিষ্ঠানটির নাম হিসেবেও গ্রহণ করা হচ্ছে।
৩০জানুয়ারি নিউ ব্ল্যাকবেরি আয়োজিত অনুষ্ঠানে প্রতিষ্ঠানটির অভিজ্ঞ কর্মী টডউডের নকশা করা দুটি মডেলের স্মার্টফোন দেখিয়েছে প্রতিষ্ঠানটি। ৪.২ ইঞ্চিমাপের জেড ১০ স্মার্টফোনটি টাচস্ক্রিন প্রযুক্তির আর ৩.১ ইঞ্চি মাপের কিউ১০মডেলটির সঙ্গে রয়েছে ফিজিক্যাল বা বাহ্যিক কি-বোর্ড।
স্মার্টফোনেরবাজারে একসময় সামনের সারিতেই ছিল ব্ল্যাকবেরি। প্রযুক্তি বিশ্লেষকেরাজানিয়েছেন, ব্ল্যাকবেরির নতুন অপারেটিং সিস্টেমের সাফল্যের উপরেইপ্রতিষ্ঠানটির ঘুরে দাঁড়ানোর বিষয়টি নির্ভর করছে। গত দুই বছর ধরে অ্যাপল ওস্যামসাংয়ের স্মার্টফোনের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতায় পিছিয়ে পড়েছেব্ল্যাকবেরি। বাজারে ব্ল্যাকবেরির অবস্থান দুর্বল ও নতুন পণ্য দেরিতে আসায়বিনিয়োগকারীরা উত্সাহ হারিয়ে ফেলেছিলেন। তবে প্রতিষ্ঠানটির প্রধাননির্বাহীর ভাষ্য, নিজস্ব অপারেটিং সিস্টেম নির্ভর পণ্যের জন্যই এ দেরি।নতুন অপারেটিং সিস্টেমনির্ভর ব্ল্যাকবেরির স্মার্টফোনগুলো দ্রুতগতির এবংঅসংখ্য অ্যাপ্লিকেশন ব্যবহারের সুবিধা রয়েছে।
যুক্তরাজ্যে, কানাডা, মধ্যপ্রাচ্যের বাজারে ফেব্রুয়ারি মাস থেকে ব্ল্যাকবেরির নতুন স্মার্টফোনপাওয়া যাবে আর যুক্তরাষ্ট্রের বাজারে আসবে মার্চ মাসে। এ স্মার্টফোনের দামএখনও প্রকাশ করেনি প্রতিষ্ঠানটি।
আনুষ্ঠানিকভাবে ব্ল্যাকবেরির নতুনস্মার্টফোন বাজারে না আসলেও অনলাইন মার্কেটপ্লেস ই-বেতে এক হাজার ৭০০ডলারেরও বেশি দামে একটি স্মার্টফোন বিক্রি করেছেন শুরুতেই উপহার হিসেবেনতুন ব্ল্যাকবেরি ফোন হাতে পাওয়া এক ব্যক্তি।
ব্ল্যাকবেরির নতুন স্মার্টফোন সম্পর্কে আরও জানতে চাইলে এ লিংকে যেতে পারেন- http://global.blackberry.com/blackberry-10.html
Unfortunately your browser does not support IFrames.
নিউজরুম