ঢাকা,(৪ফেব্রুয়ারী) : তালেবানদের গুলিতে আহত পাকিস্তানের নারীশিক্ষা আন্দোলনকর্মী কিশোরী মালালা ইউসুফজাইয়ের (১৫) মাথার খুলি (স্কাল) অস্ত্রোপচারের মাধ্যমে সফলভাবে প্রতিস্থাপন করা হয়েছে।যুক্তরাজ্যের বার্মিংহামের কুইন এলিজাবেথ হাসপাতালে তার অস্ত্রোপচার করা হয়।
কুইন এলিজাবেথ হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, শনিবার দুটি অস্ত্রোপচারের মাধ্যমে টাইটানিয়াম প্লেট দিয়ে স্কালের ক্ষয়ে যাওয়া অংশকে সফলভাবে জোড়া লাগানো ও বাম কানে একটি চচলিয়ার (কানে শোনার যন্ত্র) প্রতিস্থাপন করা হয়েছে।
গত ৯ অক্টোবর স্কুল থেকে ফেরার পথে নারীশিক্ষা আন্দোলনকর্মী মালালাকে গুলি করে পালিয়ে যায় তালেবান সদস্যরা। ১০ অক্টোবর পেশোয়ারের একটি হাসপাতালে অস্ত্রোপচার করে তার মাথা থেকে গুলি অপসারণ করা হয়। সেখানে তার অবস্থার অবনতি ঘটলে উন্নত চিকিৎসার জন্য তাকে কুইন এলিজাবেথ হাসপাতালে স্থানান্তর করা হয়।
নিউজরুম