বিনোদন ডেস্ক(০৪ ফেব্রুয়ারী): সারাহ জেসিকা পার্কার, ভিক্টোরিয়া বেকহাম, রিয়ান্না, পেনেলোপে ক্রুজকিংবা মিলা কুনিসের মতো তারকা যাঁর নকশা করা জুতা পরার জন্য মুখিয়ে থাকেন, সেই বিখ্যাত জুতা নকশাকারীর কাছ থেকে সম্প্রতি জুতা উপহার পেয়েছেনবলিউডের অভিনেত্রী শ্রীদেবী। তাঁকে চার জোড়া জুতাসহ ব্যক্তিগত একটিচিরকুটও দিয়েছেন বিশ্বখ্যাত ফরাসি ওই জুতা নকশাকারী।
এ প্রসঙ্গেশ্রীদেবীর ভাষ্য, ‘সবার কাছে তিনি “মাস্টার অব সুজ” নামেই পরিচিত। অথচ তাঁরবিনয় দেখে আমি মুগ্ধ হয়ে গেছি। তিনি যখন আমাকে তাঁর নকশা করা চার জোড়াজুতা এবং একটি চিরকুট উপহার দিলেন, তখন বিস্ময়ে হতবাক হয়ে গিয়েছিলাম।’ জানিয়েছে ‘টাইমস অব ইন্ডিয়া’।
শ্রীদেবী আরও বলেন, ‘উপহার পাওয়া চারজোড়া জুতার মধ্যে দুই জোড়া আমার। আর বাকি দুই জোড়া আমার দুই মেয়ে জানভিও খুশির জন্য। তারা এর মধ্যেই জুতাগুলো পরে ফেলেছে। কিন্তু আমি এখনোপরিনি।’
এ প্রসঙ্গে ঘনিষ্ঠ একটি সূত্র জানিয়েছে, সম্প্রতি ম্যারাকেচচলচ্চিত্র উত্সবে শ্রীদেবীর সঙ্গে সাক্ষাৎ হয় বিখ্যাত ওই জুতা নকশাকারীর।সেখানে শ্রীদেবীর প্রতি মুগ্ধতা প্রকাশের জন্যই জুতা ও চিরকুট উপহার দেনতিনি।
নিউজরুম