জুতা উপহার পেয়েছেন শ্রীদেবী

0
125
Print Friendly, PDF & Email

বিনোদন ডেস্ক( ফেব্রুয়ারী): সারাহ জেসিকা পার্কার, ভিক্টোরিয়া বেকহাম, রিয়ান্না, পেনেলোপে ক্রুজকিংবা মিলা কুনিসের মতো তারকা যাঁর নকশা করা জুতা পরার জন্য মুখিয়ে থাকেন, সেই বিখ্যাত জুতা নকশাকারীর কাছ থেকে সম্প্রতি জুতা উপহার পেয়েছেনবলিউডের অভিনেত্রী শ্রীদেবীতাঁকে চার জোড়া জুতাসহ ব্যক্তিগত একটিচিরকুটও দিয়েছেন বিশ্বখ্যাত ফরাসি ওই জুতা নকশাকারী
এ প্রসঙ্গেশ্রীদেবীর ভাষ্য, ‘সবার কাছে তিনি মাস্টার অব সুজনামেই পরিচিতঅথচ তাঁরবিনয় দেখে আমি মুগ্ধ হয়ে গেছিতিনি যখন আমাকে তাঁর নকশা করা চার জোড়াজুতা এবং একটি চিরকুট উপহার দিলেন, তখন বিস্ময়ে হতবাক হয়ে গিয়েছিলামজানিয়েছে টাইমস অব ইন্ডিয়া
শ্রীদেবী আরও বলেন, ‘উপহার পাওয়া চারজোড়া জুতার মধ্যে দুই জোড়া আমারআর বাকি দুই জোড়া আমার দুই মেয়ে জানভিও খুশির জন্যতারা এর মধ্যেই জুতাগুলো পরে ফেলেছেকিন্তু আমি এখনোপরিনি
এ প্রসঙ্গে ঘনিষ্ঠ একটি সূত্র জানিয়েছে, সম্প্রতি ম্যারাকেচচলচ্চিত্র উত্সবে শ্রীদেবীর সঙ্গে সাক্ষা হয় বিখ্যাত ওই জুতা নকশাকারীরসেখানে শ্রীদেবীর প্রতি মুগ্ধতা প্রকাশের জন্যই জুতা ও চিরকুট উপহার দেনতিনি

 

নিউজরুম

 

শেয়ার করুন