স্পোর্টস ডেস্ক(০৪ ফেব্রুয়ারী): লা লিগায় এবারের মৌসুমে তৃতীয়বারের মতো পয়েন্ট খোয়ালো বার্সেলোনা। কাল ১-১ গোলে ড্র করে কাতালানদের রুখে দিয়েছে ভ্যালেন্সিয়া।
গোলরক্ষকভিক্টর ভালদেজ দারুণভাবে দুটি নিশ্চিত গোল ঠেকিয়ে না দিলে হয়তো হারেরসঙ্গেই দেখা হয়ে যেত বার্সেলোনার। কাল পেনাল্টি থেকে এবারের লিগে নিজের৩৪তম গোলটি করেছেন লিওনেল মেসি।
এই ড্র অবশ্য লিগ তালিকার শীর্ষস্থানেকোনো রদবদল ঘটায়নি। ২২ ম্যাচ শেষে ৫৯ পয়েন্ট নিয়ে এখন শীর্ষে আছেবার্সেলোনা। চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদ পিছিয়ে আছে ১৬ পয়েন্টেরবিশাল ব্যবধানে। ৫০ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানের দখল ধরে রেখেছেঅ্যাটলেটিকো মাদ্রিদ। গতকাল নিজেদের শেষ ম্যাচে রিয়াল বেটিসের বিপক্ষে ১-০গোলের জয় পেয়েছে তারা।
প্রথমার্ধের ৩৪ মিনিটে বার্সেলোনার জালে বলজড়িয়ে দেন ভ্যালেন্সিয়ার মিডফিল্ডার এভার বানেগা। তবে খেলায় সমতাফেরাতে খুব বেশি সময় লাগেনি বার্সার। ৩৯ মিনিটে ভ্যালেন্সিয়ার পেনাল্টিবক্সের মধ্যে পেদ্রোকে ফাউল করা হলে পেনাল্টি পেয়ে যায় কাতালানরা।পেনাল্টি থেকে গোল করে খেলায় সমতা ফেরান টানা চারবারের ফিফা বর্ষসেরাফুটবলার লিওনেল মেসি।
বলের দখল বেশির ভাগ সময় নিজেদের নিয়ন্ত্রণেরাখলেও প্রতিপক্ষের রক্ষণভাগে ধারালো আক্রমণ শাণাতে পারেননি বার্সেলোনারস্ট্রাইকাররা। উল্টো দুইবার গোলের মোক্ষম সুযোগ পেয়ে গিয়েছিলভ্যালেন্সিয়া। দুইবারের সেই গোল প্রচেষ্টা দুর্দান্ত দক্ষতায় রুখে দেনবার্সা গোলরক্ষক ভালদেজ।— রয়টার্স
নিউজরুম