বিশ্ব জলাভূমি দিবস পালিত

0
201
Print Friendly, PDF & Email

কৃষি ডেস্ক(০৩ ফেব্রুয়ারী): বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও গতকাল বিশ্ব জলাভূমি দিবস পালিত হয়েছেবিভিন্ন দেশের কূটনৈতিক, পানি ও জলাভূমি বিশেষজ্ঞ এবং পরিবেশবাদিরা জলাভূমি সংরণ ও সুষ্ঠু পানি ব্যবস্থাপনার তাগিদ দিয়েছেনবাসস

 

তারা জীবন ও জীব-বৈচিত্র্য সুরায় জলাভূমি ও সুষ্ঠু পানি ব্যবস্থাপনার ওপর জোর দিয়ে আন্তর্জাতিক ও আঞ্চলিক সহযোগিতা বৃদ্ধির পরামর্শ দিয়েছেন

 

রামসার কনভেনশন অনুযায়ী ১৯৭১ সাল থেকে প্রতি বছর ২ ফেব্রুয়ারি বিশ্ব জলাভূমি দিবস পালন করা হয়ে থাকেএ বছর এ দিবসের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছেজলাভূমি ও পানি ব্যবস্থাপনা

 

দিবসটি উপলে গতকাল জাতীয় প্রেস কাবে বিশ্ব পানি সাংবাদিক ফোরাম, (ডব্লিউডব্লিউএফজে), বাংলাদেশ পরিবেশ সাংবাদিক ফোরাম (এফইজেবি), বাংলাদেশ পউস এবং আইইউসিএন বাংলাদেশের যৌথ উদ্যোগেজলাভূমি ও পানি ব্যবস্থাপনাশীর্ষক এক আলোচনা সভায় ইইউ রাষ্ট্রদূত উইলিয়াম হান্না, ডেনমার্কের রাষ্ট্রদূত সেভেন্ড ওলিং, ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. আইনুন নিশাত, পানি বিশেষজ্ঞ ড. রেজাউল করিম, যুবদূত শাহ মিম রাফায়াত চৌধুরী, পরিবেশ ও বন মন্ত্রণালয়ের যুগ্মসচিব ড. মোহাম্মদ নাসিরউদ্দিন ও ড. মঞ্জুর হান্নান খান, ইউএনডিপির ড. আমিনুল ইসলাম, বাংলাদেশ পউসের সানোয়ার হোসেন, আইইউসিএনের ইশতিয়াক সোবহান, এফইজেবির বদিউল আলম ও শামীমা চৌধুরী বক্তব্য রাখেন

 

সভায় এফইজেবির চেয়ারম্যান কামরুল ইসলাম চৌধুরী সভাপতিত্ব করেন

 

বাংলাদেশে ইউরোপিয়ান ইউনিয়নের (ইইউ) রাষ্ট্রদূত উইলিয়াম হান্না জলাভূমি সংরণ ও পানি ব্যবস্থাপনায় ইউরোপিয়ান ইউনিয়ন ও বাংলাদেশের নিবিড় সম্পর্কের ওপর জোর দেনডেনমার্কের রাষ্ট্রদূত সেভেন্ড ওলিং বলেন, বাংলাদেশ বিশ্বে জলাবায়ু পরিবর্তন নেগোশিয়েশন এবং জাতিসঙ্ঘ শান্তিরা মিশনে সামনের কাতারে থেকে নেতৃত্ব দিচ্ছেতিনি বলেন, বাংলাদেশ জলাভূমি সংরণ ও সুষ্ঠু পানি ব্যবস্থাপনার জন্য আন্তর্জাতিক ও আঞ্চলিক সহযোগিতা প্রসারে নেতৃত্ব দিতে পারে এবং এ ব্যাপারে ডেনমার্ক বাংলাদেশকে সহযোগিতা করতে প্রস্তুত

 

 

 

নিউজরুম

 

শেয়ার করুন