কৃষি ডেস্ক(০৩ ফেব্রুয়ারী): বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও গতকাল বিশ্ব জলাভূমি দিবস পালিত হয়েছে। বিভিন্ন দেশের কূটনৈতিক, পানি ও জলাভূমি বিশেষজ্ঞ এবং পরিবেশবাদিরা জলাভূমি সংরণ ও সুষ্ঠু পানি ব্যবস্থাপনার তাগিদ দিয়েছেন। বাসস।
তারা জীবন ও জীব-বৈচিত্র্য সুরায় জলাভূমি ও সুষ্ঠু পানি ব্যবস্থাপনার ওপর জোর দিয়ে আন্তর্জাতিক ও আঞ্চলিক সহযোগিতা বৃদ্ধির পরামর্শ দিয়েছেন।
রামসার কনভেনশন অনুযায়ী ১৯৭১ সাল থেকে প্রতি বছর ২ ফেব্রুয়ারি বিশ্ব জলাভূমি দিবস পালন করা হয়ে থাকে। এ বছর এ দিবসের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে ‘জলাভূমি ও পানি ব্যবস্থাপনা।’
দিবসটি উপলে গতকাল জাতীয় প্রেস কাবে বিশ্ব পানি সাংবাদিক ফোরাম, (ডব্লিউডব্লিউএফজে), বাংলাদেশ পরিবেশ সাংবাদিক ফোরাম (এফইজেবি), বাংলাদেশ পউস এবং আইইউসিএন বাংলাদেশের যৌথ উদ্যোগে ‘জলাভূমি ও পানি ব্যবস্থাপনা’ শীর্ষক এক আলোচনা সভায় ইইউ রাষ্ট্রদূত উইলিয়াম হান্না, ডেনমার্কের রাষ্ট্রদূত সেভেন্ড ওলিং, ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. আইনুন নিশাত, পানি বিশেষজ্ঞ ড. রেজাউল করিম, যুবদূত শাহ মিম রাফায়াত চৌধুরী, পরিবেশ ও বন মন্ত্রণালয়ের যুগ্মসচিব ড. মোহাম্মদ নাসিরউদ্দিন ও ড. মঞ্জুর হান্নান খান, ইউএনডিপির ড. আমিনুল ইসলাম, বাংলাদেশ পউসের সানোয়ার হোসেন, আইইউসিএনের ইশতিয়াক সোবহান, এফইজেবির বদিউল আলম ও শামীমা চৌধুরী বক্তব্য রাখেন।
সভায় এফইজেবির চেয়ারম্যান কামরুল ইসলাম চৌধুরী সভাপতিত্ব করেন।
বাংলাদেশে ইউরোপিয়ান ইউনিয়নের (ইইউ) রাষ্ট্রদূত উইলিয়াম হান্না জলাভূমি সংরণ ও পানি ব্যবস্থাপনায় ইউরোপিয়ান ইউনিয়ন ও বাংলাদেশের নিবিড় সম্পর্কের ওপর জোর দেন।ডেনমার্কের রাষ্ট্রদূত সেভেন্ড ওলিং বলেন, বাংলাদেশ বিশ্বে জলাবায়ু পরিবর্তন নেগোশিয়েশন এবং জাতিসঙ্ঘ শান্তিরা মিশনে সামনের কাতারে থেকে নেতৃত্ব দিচ্ছে। তিনি বলেন, বাংলাদেশ জলাভূমি সংরণ ও সুষ্ঠু পানি ব্যবস্থাপনার জন্য আন্তর্জাতিক ও আঞ্চলিক সহযোগিতা প্রসারে নেতৃত্ব দিতে পারে এবং এ ব্যাপারে ডেনমার্ক বাংলাদেশকে সহযোগিতা করতে প্রস্তুত।
নিউজরুম