শিক্ষা ডেস্ক(০৩ ফেব্রুয়ারী): ছয় দফা দাবিতে চট্টগ্রাম মেডিকেল কলেজের ডেন্টাল ইউনিটের শিক্ষার্থীরা সড়ক অবরোধ ও বিক্ষোভ করেছেন। গতকাল শনিবার দুপুর ১২টার দিকে চট্টগ্রাম মেডিকেল হাসপাতালের প্রধান ফটকের সামনে ও পাশে ফজলুল কাদের চৌধুরী সড়কে তাঁরা অবরোধ করেন।
শিক্ষার্থীরা টেকনিশিয়ান টেকনোলজিস্টদের ডাক্তার লেখার অনুমতি না দেওয়াসহ ছয় দফা দাবি উপস্থাপন করেন। হাসপাতালের প্রধান ফটকের সামনে প্রায় ঘন্টা খানেকের এই বিক্ষোভ চলাকালে রোগী ও স্বজনদের কিছুটা দুর্ভোগে পড়তে হয়েছে। এ ছাড়া অবরোধের কারণে সড়কে ১৫ মিনিট যান চলাচল বন্ধ ছিল।
ডেন্টাল ইউনিটের শিক্ষার্থীদের কর্মসূচি চলাকালে অপ্রীতিকর পরিস্থিতির আশঙ্কায় চমেক হাসপাতালের ক্যাম্পাসে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।
চট্টগ্রাম মেডিকেল কলেজ পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক জহিরুল ইসলাম বলেন, শিক্ষার্থীরা ১৫ মিনিটের মতো সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করেছেন। পরে শিক্ষার্থীরা আবার ফটকের সামনে এসে বিক্ষোভ সমাবেশ করেন।
আন্দোলনরত শিক্ষার্থীরা দাবি করেন, দন্ত টেকনোলজিস্টদের ডাক্তার লেখার অনুমতিদানের প্রক্রিয়া শুরু করেছে সরকার। এটা হলে মানুষ অপচিকিৎসার শিকার হবে। অবিলম্বে এই প্রক্রিয়া বন্ধ করার দাবি জানান তাঁরা।
এদিকে কর্মসূচি চলাকালে বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের চট্টগ্রাম জেলা শাখার সভাপতি মুজিবুল হক খান এবং সাধারণ সম্পাদক শরিফ উদ্দিন চমেক ছাত্র সংসদের ভিপি দেবাশীষ চক্রবর্তী ও চমেক ছাত্রলীগের সভাপতি মেজবাহ উল ইসলাম শিক্ষার্থীদের কাছে এসে সংহতি জানান।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের উপপরিচালক কাজী শফিকুল আলম বলেন, ডেন্টালের শিক্ষার্থীরা তাদের কিছু দাবিদাওয়া নিয়ে দেশব্যাপী কর্মসূচি পালন করছে।একইভাবে চট্টগ্রামেও তারা বিক্ষোভ করেছে। দন্ত শিক্ষার্থীদের ছয় দফা দাবির মধ্যে রয়েছে বিডিএস ডিগ্রিধারী দন্ত চিকিৎসকদের সরকারি চাকরি নিশ্চিত করতে হবে।
নিউজরুম