শিক্ষা ডেস্ক(০৩ ফেব্রুয়ারী): নোয়াখালীর সাতটি উপজেলার বিভিন্ন বেসরকারি রেজিস্ট্রার্ড প্রাথমিক বিদ্যালয়ের (সদ্য সরকারি হওয়া) ১৬০ জন শিক্ষক-শিক্ষিকা নিয়োগের আট মাস পরও তাঁদের বেতন-ভাতা পাননি। এর ফলে তাঁরা বর্তমানে মানবেতর দিন কাটছেন।
জেলার সুবর্ণচর উপজেলার পশ্চিম চরজব্বার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোবাশ্বেরা আক্তার জানান, গত মে মাসে তাঁদের নিয়োগ দেওয়া হয়েছে, এরই মধ্যে পেরিয়ে গেছে আটটি মাস; কিন্তু বেতন-ভাতা পাওয়ার কোনো খবর নেই। বেতন না পেয়ে তাঁরা অত্যন্ত কষ্টের মধ্যে দিনাতিপাত করছেন।
জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, নতুন সরকারি নীতিমালার আলোকে গত বছরের মে মাসে নোয়াখালী জেলার নয়টি উপজেলার রেজিস্ট্রার্ড প্রাথমিক বিদ্যালয় ও বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের শূন্য পদে শিক্ষক-শিক্ষিকা নিয়োগ দেওয়া হয়।
জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. আনোয়ার হোসেন সিদ্দিকী বলেন, ‘আমরা আমাদের দাপ্তরিক সব কাজ শেষ করে শিক্ষা ভবনে শিক্ষকদের কাগজপত্র পাঠিয়েছি। কিন্তু সেখান থেকে এ পর্যন্ত দুটি উপজেলার বেতন-ভাতার অনুমোদন করা হয়। বাকিগুলো অনুমোদনের অপেক্ষায় রয়েছে।’
নিউজরুম