বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক(০৩ ফেব্রুয়ারী): ফিনল্যান্ডের মোবাইল ফোন নির্মাতা প্রতিষ্ঠান নকিয়া চলতি মাসেই তাদেরট্যাবলেট বাজারে আনার ঘোষণা দিতে পারে বলেই প্রযুক্তি বিশ্লেষকেরা ধারণাকরছেন। বার্সেলোনায় এই ফেব্রুয়ারিতে অনুষ্ঠিতব্য মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেসেএক সংবাদ সম্মেলন ডেকেছে নকিয়া কর্তৃপক্ষ। তবে এ সংবাদ সম্মেলনের কোন কোনপণ্যের ঘোষণা দেওয়া হবে সে বিষয়ে আপাতত মুখ বন্ধই রেখেছেন প্রতিষ্ঠানটিরকর্মকর্তারা।
উইন্ডোজ আরটি অপারেটিং সিস্টেমনির্ভর ১০.১ ইঞ্চি মাপেরএকটি ট্যাবলেট আনার ঘোষণা দিতে পারে নকিয়া। এ ট্যাবলেটের মাধ্যমেই ট্যাবলেটকম্পিউটারের বাজারে প্রবেশ করবে প্রতিষ্ঠানটি।
প্রযুক্তি বিশ্লেষকেরা জানিয়েছেন, ‘পিওরভিউ’ প্রযুক্তি বা উইন্ডোজ ফোনের নতুন সংস্করণেরও ঘোষণা দিতে পারে নকিয়া।
ওয়ালস্ট্রিট জার্নাল-এর একটি প্রতিবেদনে বলা হয়েছে, নিজস্ব ব্র্যান্ডেরট্যাবলেট বাজারে আনতে মাইক্রোসফট, কোয়ালকম, কমপাল ইলেকট্রনিকসের সঙ্গেএকজোট হয়েছে নকিয়া। ২০১২ সালের শুরুতেই নকিয়ার উইন্ডোজ ট্যাব তৈরির কথাছিল। তবে, মাইক্রোসফট ‘সারফেস’ ট্যাবলেট বাজারে আনার ঘোষণা দেওয়ার কারণেট্যাবলেট বাজারে আনার পরিকল্পনা থেকে সরে দাঁড়িয়েছিল নকিয়া।
গত বছরের মার্চ মাসে নকিয়ার নকশা বিভাগের প্রধান মার্কো আতিসারি নকিয়ার উইন্ডোজ ট্যাব তৈরির বিষয়টি জানিয়েছিলেন।
জানাগেছে, নকিয়ার উইন্ডোজ ট্যাবলেটে কোয়ালকমের তৈরি এস ৪ প্রসেসর ব্যবহূত হতেপারে। ট্যাবলেটে ব্যবহূত হবে কমপ্যালের হার্ডওয়্যার। বাজারে আইপ্যাডেরসঙ্গে প্রতিযোগিতা করতেই নকিয়া ট্যাবলেট তৈরি করবে বলেই ধারণা করছেনপ্রযুক্তি বিশ্লেষকেরা।
নিউজরুম