ব্যবসা ও অর্থনীতিডেস্ক(০৩ ফেব্রুয়ারী): পদ্মা সেতু প্রকল্প বাস্তবায়নে ব্যয়ের অর্ধেক অর্থ পুঁজিবাজার থেকেই তোলাসম্ভব বলে মন্তব্য করেছেন ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সভাপতি রকিবুররহমান। আজ রোববার দুপুরে মতিঝিলে ডিএসইর কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনিএ কথা বলেন।
রকিবুর রহমান বলেন, পদ্মা সেতু প্রকল্প বাস্তবায়নেপুঁজিবাজার সবচেয়ে কার্যকর ও উল্লেখযোগ্য ভূমিকা রাখতে পারে। নিজস্বঅর্থায়নে পদ্মা সেতু করার যে পরিকল্পনা করা হয়েছে, পুঁজিবাজার হতে পারেসে পরিকল্পনা বাস্তবায়নের অন্যতম অংশীদার। তিনি বলেন, ডিএসই মনে করে, সরকার ব্যাংক বা অন্য কোনো খাত থেকে অর্থ সংগ্রহ করলে ব্যাংকের সুদের কারণেব্যয় অনেক গুণ বেড়ে যাবে।
রকিবুর রহমান আরও বলেন, আগামী তিন বছরপর্যায়ক্রমে সরকারের হাতে থাকা কিছু কোম্পানি ও তালিকাভুক্ত কোম্পানিগুলোরআরও কিছু শেয়ার ছেড়ে দিলে পদ্মা সেতুর টাকা সংগ্রহ করা খুব বেশি কঠিনহবে না। ‘পদ্মা সেতু প্রকল্পের অন্তত অর্ধেক টাকা পুঁজিবাজার থেকে তোলাসম্ভব’ বলে মন্তব্য করেন তিনি।
এর আগে সম্প্র্রতি গঠিত পুঁজিবাজারসমন্বয় কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ব্যবসায়ীদেরশীর্ষ সংগঠন বাংলাদেশ বণিক সমিতি ফেডারেশনের সভাপতি আকরাম উদ্দিন আহমেদ।তিনি বলেন, ‘আমরা একটি অবস্থানে আছি। বাজারের প্রতি চেষ্টা ও সহানুভূতিথাকবে। সীমাবদ্ধতার মধ্যে থেকেও বাজারের জন্য কাজ করব।’ তিনি আরও বলেন, এইকমিটি মাসে অন্তত একবার বৈঠক করবে। নিজ নিজ অবস্থানে থেকে সংশ্লিষ্টপ্রতিষ্ঠানগুলো দায়িত্ব পালন করছে কি না তা তদারক করবে কমিটি। কোনো সমস্যাহলে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর), বাংলাদেশ ব্যাংক ও প্রয়োজনেসরকারপ্রধানের সঙ্গেও আলোচনা করবে এই কমিটি।
প্রসঙ্গত, পুঁজিবাজার সচল ও চাঙা করার লক্ষ্যে এই কমিটি গঠন করা হয়। এর মাধ্যমে সমস্যাগুলো চিহ্নিত করে তা সমাধান করা হবে।
নিউজরুম