বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক(০৩ ফেব্রুয়ারী): দেশের প্রথম ই-বাণিজ্য মেলার জন্য স্টল বরাদ্দ ও স্পনসরের তালিকা ঘোষণা করাহয়েছে। মেলা উপলক্ষে গতকাল শনিবার বেসিসের সেমিনারকক্ষে এক প্রস্তুতি সভাঅনুষ্ঠিত হয়। এতে লটারির মাধ্যমে মেলায় অংশ নেওয়া প্রতিষ্ঠানের মধ্যেবরাদ্দ করা হয় ২০টি স্টল। একই সঙ্গে টেলিটক থ্রিজি ও সেলবাজারকে এই মেলারপ্লাটিনাম স্পনসর এবং বিকাশ ও এসএসএল কমার্জকে গোল্ড স্পনসর হিসেবে ঘোষণাকরা হয়।
এই প্রস্তুতি সভায় মেলা আয়োজনের বিভিন্ন দিক নিয়ে আয়োজক ওঅংশ নেওয়া প্রতিষ্ঠানের মধ্যে আলোচনা হয়। এতে মেলার প্রচার-প্রচারণাসহসার্বিক বিষয়ে আলোকপাত করেন আয়োজকেরা। অংশগ্রহণকারীরা মেলা নিয়ে তাদেরবিভিন্ন পরিকল্পনার কথাও এই সভায় তুলে ধরেন। মেলায় অংশগ্রহণকারীপ্রতিষ্ঠানগুলো দর্শকদের আকৃষ্ট করার লক্ষ্যে বিভিন্ন আকর্ষণীয় অফার ওউপহারের প্রতিশ্রুতি দেয়। এ মেলায় অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলো তাদের সেরাপণ্য ও সেবা নিয়ে দর্শকদের সামনে হাজির হওয়ার ঘোষণা দেয়।
মেলায়মোবাইল সেবাদানকারী প্রতিষ্ঠান সিটিসেল ‘ওয়েবশহর’ প্রকল্পটি গুরুত্বেরসঙ্গে তুলে ধরবে বলে জানা গেছে। একইভাবে রাষ্ট্রায়ত্ত মোবাইল সেবা টেলিটকএতে হাজির হয় থ্রিজি নিয়ে। এ ছাড়া অন্যান্য প্রতিষ্ঠান তাদের পণ্য ওসেবা দর্শকদের সামনে তুলে ধরবে।
এ ছাড়া এই মেলায় প্রতিদিন কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। থাকবে ফুড কর্নারও।
এহতেশামউদ্দিন মাসুমের সঞ্চালনায় অনুষ্ঠিত এই সভায় অন্যান্যের মধ্যে উপস্থিতছিলেন মেলার আহ্বায়ক মো. আবদুল ওয়াহেদ, মাসিক ‘কম্পিউটার জগত’-এর সহকারীসম্পাদক এম এ হক অনু এবং মেলার গোল্ড স্পনসর এসএসএল কমার্জের নির্বাহীপরিচালক সাইফুর রহমান।
সর্বাধিক পঠিত আইসিটি সাময়িকী ‘কম্পিউটারজগত’-এর উদ্যোগে আয়োজিত এই ই-বাণিজ্য মেলা ৭ ফেব্রুয়ারি শুরু হয়ে চলবে ৯ফেব্রুয়ারি পর্যন্ত। শাহবাগের সুফিয়া কামাল জাতীয় গণগ্রন্থাগারেআয়োজিত এই মেলায় আটটি প্যাভিলিয়নসহ মোট ৪০টি স্টল থাকবে। মেলায়অংশগ্রহণ করছে মোট ৩১টি প্রতিষ্ঠান।
নিউজরুম