আর্ন্তজাতিক ডেস্ক(০৩ ফেব্রুয়ারী): পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্বের মেয়াদ পূর্ণ করার পর গত শুক্রবারআনুষ্ঠানিকভাবে বিদায় নিয়েছেন হিলারি ক্লিনটন। এদিন বিদায়ী ভাষণে হিলারিবলেছেন, বিশ্ব এখন আগের চেয়ে অনেক নিরাপদ।
হিলারির স্থলাভিষিক্ত হয়েছেনম্যাসাচুসেটসের সিনেটর জন কেরি। শুক্রবারই যুক্তরাষ্ট্রের নতুনপররাষ্ট্রমন্ত্রী হিসেবে আনুষ্ঠানিক শপথ নেন তিনি।
চার বছরের দায়িত্বপালনকালে হিলারি (৬৫) ১১২টি দেশ সফর করেছেন। প্রায় ১০ লাখ মাইল ভ্রমণকরেছেন। এখন ২০১৬ সালে অনুষ্ঠেয় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনেসাবেক ফার্স্ট লেডি হিলারিকে ডেমোক্রেটিক পার্টির সম্ভাব্য প্রার্থী করারবিষয়ে আলোচনা চলছে।
বিদায়ী ভাষণে হিলারি বলেন, ৬৭তম পররাষ্ট্রমন্ত্রীহিসেবে তাঁর দায়িত্ব পালনের বিষয়টি ‘অনন্য, স্বকীয়, রোমাঞ্চকর ও কঠিন’ অভিজ্ঞতা। তিনি এ-ও স্বীকার করেন, তুরস্কের আঙ্কারায় মার্কিন দূতাবাসেশুক্রবারের হামলার ঘটনা সতর্ক করে দিচ্ছে নতুন পররাষ্ট্রমন্ত্রীকেপ্রতিনিয়ত বৈশ্বিক হুমকির মুখে পড়তে হবে।
পররাষ্ট্র মন্ত্রণালয়েরকর্মকর্তাদের উদ্দেশে হিলারি বলেন, ‘আমরা সবাই মিলে যে কাজ করেছি, তার জন্যআমি গর্বিত। তবে আঙ্কারায় মার্কিন দূতাবাসের হামলার ঘটনা আমাদের সতর্ক করেদিচ্ছে, আমরা খুবই জটিল পরিস্থিতির মধ্যে আছি এবং ভয়ংকর সময় পার করছি।’ তিনি আরও বলেন, ‘আমাদের মাতৃভূমি ও বিশ্বকে শক্তিশালী, নিরাপদ, নির্মল ওসাবলীল করতে আমরা কাজ করার সুযোগ পেয়েছি, এ জন্য আমি কৃতজ্ঞ।’
এর আগে শুক্রবার সকালে হিলারি আনুষ্ঠানিকভাবে প্রেসিডেন্ট ওবামার কাছে পদত্যাগপত্র দাখিল করেন। বিবিসি।
নিউজরুম