সিলেট / জামালপুর : সিলেট–তামাবিল সড়কের খাদিমপাড়া ও দেওয়ানগঞ্জে ঢাকা–রৌমারী মহাসড়কের চেংটিমারী এলাকায় পৃথক দু’টি সড়ক দৃর্ঘটনায় তিন নারীসহ ৪ জন নিহত এবং ৫জন আহত হয়েছেন। রোববার এ দুর্ঘটনা ঘটে। আহতদের ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
নিহতরা হলেন– হবিগঞ্জের মোহনপুর এলাকার রাজিয়া বেগম ও কমলা বানু ও সিলেটের মেজরটিলা এলাকার মান্নান ও দেওয়ানগঞ্জ উপজেলার পাররামরামপুর ইউনিয়নের চেংটিমারী গ্রামের মৃত মোজাহার আলীর স্ত্রী।
সিএনজি অটোরিকশার যাত্রীরা সিলেট থেকে জাফলংয়ের দিকে যাচ্ছিলেন আর বাসটি জাফলং থেকে সিলেটের দিকে আসছিলো বলে জানা গেছে।
বাসের একজন যাত্রী জানান, শুরু থেকে বাসটি (সিলেট জ–১১ ০৪৫৪) অতিরিক্ত গতিতে ঝুঁকিপূর্ণভাবে চালিয়ে আসছিলো। শাহপরাণ মাজার গেইট পাড়ি দিয়ে একটু সামনে গিয়ে মুখোমুখি অবস্থায় সিএনজি অটোরিক্সাকে ধাক্কা দিলে এ হতাহতের ঘটনা ঘটে।
শাহপরাণ থানা পুলিশের উপ–পরিদর্শক কামাল বলেন, দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছেন। তবে তাদের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। দুর্ঘটনায় সিএনজি অটোরিক্সাটি দুমড়ে–মুচড়ে গেছে। বাসের চালক পলাতক। দুটি গাড়ীই পুলিশ হেফাজতে রয়েছে।
অপরদিকে জামালপুরের দেওয়ানগঞ্জে ঢাকা–রৌমারী মহাসড়কের চেংটিমারী এলাকায় রোববার দুপুরে সড়ক দুর্ঘটনায় খুদি বেওয়া (৬০) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। তিনি দেওয়ানগঞ্জ উপজেলার পাররামরামপুর ইউনিয়নের চেংটিমারী গ্রামের মৃত মোজাহার আলীর স্ত্রী।পাররামরামপুর ইউনিয়নের চেয়ারম্যান মোতালেব হোসেন জানান, দুপুরে খুদি বেওয়া ওই এলাকায় রাস্তা পার হচ্ছিলেন। এসময় একটি মোটরসাইকেল তাকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়।
এতে তিনি ঘটনাস্থলেই মারা যান। দেওয়ানগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।
নিউজরুম