ঢাকা,(৩ফেব্রুয়ারী): বিরোধীদলীয় চিফ হুইপ জয়নুল আবদিন ফারুক বলেছেন, আবুলের কারণেই পদ্মা সেতু হলো না। তাকে রক্ষা করতে গিয়েই বিশ্বব্যাংক অর্থায়ন প্রত্যাহার করে নিয়েছে। রাষ্ট্রদ্রোহ মামলা হলে আবুল হোসেনের বিরুদ্ধেই হবে।
জাতীয় প্রেসক্লাবের সামনে জিয়া নাগরিক ফোরামের (জিনাফ) অবস্থান কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। জিনাফ সভাপতি মিয়া মো. আনোয়ারের সভাপতিত্বে যুবদলের সভাপতি সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, নগর বিএনপির সদস্য সচিব আবদুস সালাম, এবিএম মোশাররফ হোসেন, আবু নাসের মো. রহমাতুল্লাহ প্রমুখ বক্তব্য রাখেন।
জয়নুল আবদিন ফারুক সরকারের উদ্দেশে হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, জামায়াত-শিবিরের ছোট আকারের আক্রমণ মোকাবেলা করতে পারছেন না। আর বিএনপি আন্দোলন শুরু করলে আপনাদের কেউ থাকবেন না। তিনি বলেন, জামায়াত একটি নিবন্ধিত রাজনৈতিক দল হওয়ার পরও তাদের কর্মসূচি করতে না দেওয়ায় তারা চোরাগোপ্তা হামলা করছে।
নিউজরুম