আই-জিনিয়াস গ্র্যান্ড মাস্টার

0
215
Print Friendly, PDF & Email

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক(০৩ ফেব্রুয়ারী): দেশব্যাপী ৬৪ জেলায় ১২০টি স্থানে ইন্টারনেট উসবের সফল আয়োজন শেষ হলো গত শুক্রবারএবার অপেক্ষা আই-জিনিয়াস গ্র্যান্ড মাস্টারের জন্য১২০টি ইন্টারনেট উসব থেকে আমরা পেয়েছি ১২১ জন আই-জিনিয়াস, যারা লড়বে আই-জিনিয়াস গ্র্যান্ড মাস্টার হওয়ার জন্যসারা দেশ থেকে আসা এই ১২১ আই-জিনিয়াসকে নিয়ে শিগগিরই অনুষ্ঠিত হবে এ বছরের ইন্টারনেট উসবের চূড়ান্ত পর্ব, আই-জিনিয়াস গ্র্যান্ড ফিনালেগত বছর যেসব শিক্ষার্থী এই অনুষ্ঠান সরাসরি বা টিভি পর্দায় দেখেছে, তারা নিশ্চয়ই চাইবে অনুষ্ঠানটি সামনাসামনি দেখার জন্যকারণ, এ বছরও এখানে অনেক চমক থাকবে, যা বাংলাদেশের জন্যই নতুনআই-জিনিয়াসরা তো আসবেই, এর বাইরে যে কারও জন্য একটি সুযোগ থাকছে বর্ণাঢ্য এই অনুষ্ঠান সামনাসামনি বসে উপভোগ করারএ জন্য আগ্রহী শিক্ষার্থীদের ফেসবুকে ইন্টারটে উসবের ফ্যান পেজে একটি গেম খেলতে হবেএ জন্য ইন্টারনেট সবের হ্যাপিনেস মেশিনের আদলে একটি বিশেষ গেম তৈরি করা হয়েছে, দ্য আই-জিনিয়াস গেমগেমটি খেলা যাবে ইন্টারনেট উসব পেজে গিয়ে (facebook.com/intenetutshab) অথবা সরাসরি http://bit.ly/iGeniusGame—এই লিঙ্ক থেকে
দ্য আই-জিনিয়াস গেমে প্রত্যেক অংশগ্রহণকারীর জন্য ১০টি করে প্রশ্ন থাকবেপ্রশ্নের উত্তর দিতে হবে মাউসের কার্সারের অবস্থান বদলে, খেলার ছলেলক্ষ্য দ্রুততম সময়ে সবগুলো প্রশ্নের সঠিক উত্তর দেওয়াগেমটির লিডার বোর্ডে থাকবে টপ স্কোরারদের তালিকাএর মধ্য থেকে শীর্ষ ২০ জন পাবে আই-জিনিয়াস গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠান সামনাসামনি বসে উপভোগ করা, সঙ্গে ইন্টারনেট দুনিয়ার রোমাঞ্চকর অভিজ্ঞতা নেওয়ার সুযোগদ্য আই-জিনিয়াস গেমে অংশ নিতে হবে আগামী ২৫ নভেম্বরের মধ্যে

 

নিউজরুম

 

শেয়ার করুন