‘জোর করে ভালোবাসা হয় না’

0
152
Print Friendly, PDF & Email

বিনোদন ডেস্ক(০ ফেব্রুয়ারী): মুক্তি, ‘জোর করে ভালোবাসা হয় নাআপনার কয় নম্বর ছবি?
দ্বিতীয় ছবিপ্রথমটি হাসিবুল ইসলামের তুমি আছ হূদয়েমুক্তি পেয়েছিল ২০০৮ সালে
প্রেক্ষাগৃহে গিয়ে ছবিটি দেখেছেন?
কয়েক দিন ধরে জ্বর আর ঠান্ডার সমস্যায় ভুগছিআজ (শনিবার) কিছুটা সুস্থসন্ধ্যায় ছবিটি দেখার ইচ্ছা আছে
প্রথম ছবিতে আপনার সহশিল্পী ছিলেন নবাগত আরজু, আর দ্বিতীয় ছবিতে জনপ্রিয় নায়ক শাকিব খান
তুমি আছ হূদয়ে মুক্তির পরই শাকিব খানের সঙ্গে আমার ছবি করার আলোচনা হয়েছিলতখন হয়নিএবার শাকিব খানের সঙ্গে অভিনয় করেছিআর তাঁর সঙ্গে কাজ করে খুব ভালো লেগেছে
দ্বিতীয় ছবিতে অভিনয় করার ক্ষেত্রে এত সময় নিলেন কেন?
প্রথম ছবি মুক্তির পর সিদ্ধান্ত নিতে পারছিলাম নাতা ছাড়া চলচ্চিত্রের পরিবেশও তখন খুব একটা ভালো ছিল নাএখন প্রযোজক-পরিচালক থেকে শুরু করে চলচ্চিত্র-সংশ্লিষ্ট সবাই বড় ধরনের পরিবর্তনের জন্য কাজ করছেনআর তা আমাদের চলচ্চিত্রের জন্য খুবই ইতিবাচক
সালাহউদ্দিন লাভলুর রঙের মানুষধারাবাহিকের দিলখুশ চরিত্রটি আপনাকে অনেক পরিচিতি এনে দিয়েছিল…
টিভি নাটকে আমাকে নতুন জন্ম দিয়েছিল দিলখুশরঙের মানুষ ধারাবাহিকের পর আমি অনেক নাটকের কাজ করেছিকিন্তু দিলখুশ চরিত্রটির মতো আর কোনোটি তেমন জনপ্রিয় হতে পারেনিআসলে নাটক তৈরির সময় যতটা যত্ন নেওয়ার প্রয়োজন, তা কিন্তু এ সময়ের নাটকগুলোর ক্ষেত্রে দেখা যায় নানাটকে অভিনয় করছি ঠিকই, কিন্তু চরিত্রগুলো তেমন দর্শকপ্রিয়তা পাচ্ছে না

 

 

 

নিউজরুম

 

শেয়ার করুন