বিনোদন ডেস্ক(০৩ ফেব্রুয়ারী): মাঈ’ ছবির মাধ্যমে অভিনয়ে অভিষেক হয়েছিল ভারতের প্রখ্যাত সংগীতশিল্পী আশা ভোঁশলের। বলিউডের নামী-দামি তারকাদের উপস্থিতিতে ছবিটির উদ্বোধনী প্রদর্শনীও হয়েছে গত ৩১ জানুয়ারি। কিন্তু একটি মাত্র ছবিতে অভিনয়ের পরপরই সম্প্রতি অভিনয়ে ইতি টানার ঘোষণা দিয়েছেন এই খ্যাতনামা গায়িকা।ভবিষ্যতে আর কোনও ছবিতে অভিনয় করবেন না বলেই জানিয়েছেন আশা।
এ প্রসঙ্গে আশা বলেন, ‘এ মুহূর্তে অভিনয়ে ইতি টানার সিদ্ধান্তকেই সঠিক মনে হচ্ছে আমার কাছে। কারণ সংগীতশিল্পীর পরিচয় চিরকাল সংগীতশিল্পীই। অভিনয়কে রোমাঞ্চকর একটি অভিজ্ঞতা বলেই মনে হয়েছে। খুব কাছের দুজন মানুষ আমার অভিনয় দেখার সুযোগ না পাওয়ায় অনেক কষ্ট হচ্ছে। তাঁরা হলেন আমার মেয়ে বর্ষা এবং বন্ধু স্থানীয় আলোকচিত্রী গৌতম রাজাধ্যক্ষ।’ জানিয়েছে হিন্দুস্তান টাইমস।
গান এবং অভিনয়ের মধ্যে কোনটি বেশি কঠিন—এমন এক প্রশ্নের জবাবে আশা জানিয়েছেন, ‘মাঈ ছবিতে একজন মায়ের চরিত্র করেছি।সত্যি বলতে কি, এজন্য আমাকে মোটেও অভিনয় করতে হয়নি। আমার মনে হয়েছে, গানের চেয়ে অভিনয় অনেক বেশি সহজ। অভিনয়ের সময় ভিন্ন ভিন্ন দৃশ্যে ভিন্ন ভিন্ন আবেগ প্রকাশের সুযোগ রয়েছে। কিন্তু গান গাওয়ার সময় নিজের সব আবেগ একবারেই ঢেলে দিতে হয়।’
নিউজরুম