২৬ বছর বয়সেই জিতেছেন ১১টি গ্র্যান্ড স্লাম

0
144
Print Friendly, PDF & Email

স্পোর্টস ডেস্ক(০৩ ফেব্রুয়ারী): মাত্র ২৬ বছর বয়সেই জিতেছেন ১১টি গ্র্যান্ড স্লামঅনেকেরই তাই ধারণা ছিল, রজার ফেদেরারের সর্বোচ্চ ১৭টি গ্র্যান্ড স্লামের রেকর্ড ভাঙতে পারেন একমাত্র রাফায়েল নাদালকিন্তু চোট সেই নাদালকে ঠেলে দিয়েছে কঠিন পরীক্ষার সামনেদীর্ঘ সাত মাস কোর্টের বাইরে এই স্প্যানিয়ার্ডসর্বশেষ প্রতিযোগিতামূলক ম্যাচে খেলেছিলেন গত বছরের জুলাইতে উইম্বলডনেসেই যে দ্বিতীয় রাউন্ডে চেক প্রজাতন্ত্রের অখ্যাতলুকাস রোসলের কাছে হেরে ছিটকে পড়েন
ফেরার জন্য মন আকুলি-বিকুলি করছেকিন্তু একটা ভয়, একটা সংশয়ও তাঁকে কুরে কুরে খাচ্ছেফেরাটা যদি তেমন না হয়! তবে মনকে শক্ত করে নাদাল কোর্টে নামারই প্রস্তুতি নিচ্ছেনসান্তিয়াগোর এটিপি টুর্নামেন্ট ভিনা দেল মারেতে অংশ নিতে তিনি এখন চিলিতে
বিশ্বজুড়ে এত নামীদামি টুর্নামেন্ট ফেলে ফেরার মঞ্চহিসেবে চিলির এই টুর্নামেন্টকে বেছে নেওয়ার কারণ দুটোএক, টুর্নামেন্টটা ক্লে-কোর্টেরনাদাল মাটির কোর্টে অবিসংবাদিত সম্রাটএটা তাঁর চোটগ্রস্ত হাঁটুর জন্য কম ক্ষতিকারকদ্বিতীয় কারণ, চিলির প্রেসিডেন্ট সেবাস্তিয়ান পিনেরা টুর্নামেন্টটিতে চেয়েছিলেন নাদালকেমূল যে লক্ষ্য, সেই কোর্টে নামবেন আগামী পরশু হুয়ান মোনাকোর সঙ্গে একটা দ্বৈত ম্যাচ দিয়েএককে নামবেন পরদিনএর আগে নাদাল বলছেন, ‘সন্দেহাতীতভাবেই ক্লে-কোর্টটা আমার হাঁটুর জন্য কম ক্ষতিকরআমার লক্ষ্য সাহসের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করাআমি আশাবাদী, এই হাঁটু নিয়ে উতরে যেতে পারববেশ কয়েক মাস ধরে প্রতিদ্বন্দ্বিতার বাইরেকাজেই প্রথম রাউন্ডেই আমার হারের সম্ভাবনাটা সব সময় থেকেই যায়
চোটটা একেবারেই সারেনিনাদালই বলছেন, ‘অবশ্যই হাঁটুতে এখনো ব্যথা পাইযে কারণে মাঝেমধ্যেই আমাকে খেলা বন্ধ রাখতে হয়কিন্তু একটা সময় তো আপনাকে শুরু করতেই হবেআমি এখানে আমার সেরাটা দেওয়ার চেষ্টা করবআশা করি, আমার হাঁটুটা ঠিক হয়ে যাবেকারণ চোটটা এখন ভালোর দিকেতবে এখানে এমন ঝুঁকি নেব না, যাতে আবার আমাকে সংগ্রাম করতে হয়এএফপি
নাদালের এই কঠিন সময়ে তাঁর দেশ স্পেনও ধুঁকছেসর্বশেষ পাঁচবারের তিনবারই ডেভিস কাপ চ্যাম্পিয়ন স্পেনসেই স্পেন এবার প্রথম রাউন্ড থেকেই বিদায়ের পথেকানাডার মতো দলের সঙ্গেও প্রথম দুটি এককের ম্যাচেই হেরে বসেছে স্পেন২-০-তে এগিয়ে যাওয়া কানাডা কাল রাতে দ্বৈতের ম্যাচেও জিতে গেলে বর্তমান রানার্সআপ স্পেনের বিদায়ও নিশ্চিত হয়ে গেছে

নিউজরুম

শেয়ার করুন