প্রথম আত্মঘাতী গোল করলেন রোনালদো

0
110
Print Friendly, PDF & Email

স্পোর্টস ডেস্ক(০৩ ফেব্রুয়ারী): প্রতিপক্ষের জালে বল জড়িয়ে প্রায় প্রতিটি ম্যাচেই দলের জয়ে বড় অবদান রাখেন ক্রিস্টিয়ানো রোনালদোতবে গতকাল লা লিগায় এই পর্তুগিজ স্ট্রাইকারের গোলেই হতাশাজনক এক হারের মুখ দেখেছে রিয়াল মাদ্রিদতাঁর আত্মঘাতী গোলেই গ্রানাডার কাছে ১-০ গোলে হেরে গেছে হোসে মরিনহোর দল
নিজের এগারো বছরের পেশাদারি জীবনে এই প্রথম আত্মঘাতী গোল করলেন রোনালদোএই হারে ফিকে হয়ে আসা রিয়ালের শিরোপা স্বপ্ন একেবারে শেষই হয়ে গেলোকারণ, আজ ভ্যালেন্সিয়ার বিপক্ষে জয় পেলে রিয়াল মাদ্রিদের থেকে ১৮ পয়েন্টের ব্যবধানে এগিয়ে ধরা-ছোঁয়ার বাইরে চলে যাবে এই মুহূর্তে লা লিগার শীর্ষ দল বার্সেলোনা

গেটাফের বিপক্ষে স্প্যানিশ লিগের গত ম্যাচে দুর্দান্ত এক হ্যাটট্রিক করে যেন লড়াইয়ে ফেরার ইঙ্গিতই দিয়েছিলেন ক্রিস্টিয়ানো রোনালদোকিন্তু গতকাল এই পর্তুগিজ স্ট্রাইকারই আবির্ভূত হলেন রিয়াল মাদ্রিদের খলনায়ক হিসেবেপ্রথমার্ধের ২২ মিনিটের মাথায় গ্রানাডার একটি কর্নার কিক থেকে আসা বল হেড করে বিপদমুক্ত করতে গিয়েই গোলমাল বাঁধিয়ে ফেলেন রোনালদোতাঁর মাথা ছুঁয়ে বল চলে যায় নিজ দলের জালেইকার ক্যাসিয়াসের পরিবর্তে গোলরক্ষক হিসেবে মাঠে নামা ডিয়েগো লোপেজ ঠেকাতে পারেননি এই অঘটনদুর্ভাগ্যজনক এই ঘটনার আকস্মিকতায় প্রথমার্ধটা এলোমেলোভাবেই কাটে রিয়াল মাদ্রিদেরদ্বিতীয়ার্ধে গোল পাওয়ার জন্য মরিয়া হয়ে মাঠে নামেন রিয়াল মাদ্রিদের ফুটবলাররাকিন্তু অদ্ভুত দৃঢ়তায় রিয়ালের সব গোল প্রচেষ্টাই ব্যর্থ করে দিয়েছেন গ্রানাডার ডিফেন্ডাররা
প্রতিপক্ষের মাঠে ১-০ গোলে এই হারের পর লিগ শিরোপা জয়ের স্বপ্নটা প্রায় শেষই হয়ে গেছে রিয়াল মাদ্রিদের২২ ম্যাচ শেষে ৪৩ পয়েন্ট নিয়ে এখন তৃতীয় স্থানে আছে গতবারের শিরোপাজয়ীরাএক ম্যাচ কম খেলে ৪৭ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে অ্যাটলেটিকো মাদ্রিদআর ২১ ম্যাচে ৫৮ পয়েন্ট নিয়ে শিরোপা জয়ের পথে বেশ খানিকটাই এগিয়ে গেছে বার্সেলোনারয়টার্স

 

নিউজরুম

 

শেয়ার করুন