০৩ ফেব্রুয়ারী, ২০১৩: মেডিকেলে ভর্তির জন্য শুধু গোল্ডেন জিপিএ-৫ একমাত্র মাপকাঠি কী করে হয়, তা বোধগম্য নয়। একজন শিক্ষার্থী অনেক কারণেই ২ নম্বর কম পেতে পারে, আবার একজন সেই অনেক কারণেই ২ নম্বর বেশি পেয়ে গোল্ডেন জিপিএ-৫ পেতে পারে। তাই বলে যে শিক্ষার্থী ২ নম্বর কম পেল, তাকে খারাপ বলে ভর্তি পরীক্ষায়ই অংশ নিতে দেওয়া হবে না, এটা কতটা যুক্তিসংগত? সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে অনুরোধ, একটু ভেবে দেখবেন। অনেক সময় মফস্বলের একজন শিক্ষার্থী ব্যবহারিকে পুরো নম্বরই পাচ্ছে, আবার ঢাকার অনেক নামীদামি কলেজ খুব কঠোরভাবে পরীক্ষা নেওয়ার কারণে ব্যবহারিকে অনেকে পুরো নম্বর পাচ্ছে না। ২০১২ সালে স্বাস্থ্যমন্ত্রী যখন ঘোষণা দিলেন, শুধু গোল্ডেন জিপিএ-৫ প্রাপ্তরা ভর্তির সুযোগ পাবেন, তখন অনেক গোল্ডেন পাওয়া ছাত্রছাত্রী আর পড়াশোনার প্রয়োজন নেই ভেবে বইপত্র গুছিয়ে রেখে দীর্ঘ ভ্রমণে বেরিয়ে পড়লেন। জিপিএ-৫ যে ভর্তির একমাত্র মাপকাঠি হতে পারে না, সেটা ইতিমধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার ফলাফল থেকে সবার জানা হয়ে গেছে; যেখানে জিপিএ-৫ প্রাপ্তদের একটা বড় অংশ ন্যূনতম পাস নম্বর পায়নি। কত কম পড়ে বেশি নম্বর পাওয়া যায়, এখন সেটারই প্রতিযোগিতা। তাই সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আবেদন, মেডিকেলে ভর্তি পরীক্ষা যেন বহাল থাকে।
রহিমা আক্তার পারভীন
পূর্ব শেওড়াপাড়া, মিরপুর।