কুমিল্লা,(৩ফেব্রুয়ারী) : কুমিল্লার বিভিন্ন উপজেলায় শনিবার গভীররাতে অভিযান চালিয়ে জামায়াত-শিবিরের ৩ নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ কন্ট্রোল রুম জানায়, কুমিল্লা সদর থেকে একজন, সদর দক্ষিণ উপজেলা থেকে একজন ও বুড়িচং উপজেলা থেকে একজনকে গ্রেফতার করা হয়েছে।
এদের মধ্যে ভিক্টোরিয়া কলেজ শাখার শিবিরের সাংগাঠনিক সম্পাদক পারভেজ হোসেনের নাম জানা গেছে বাকি দুইজনের নাম জানা যায়নি। সারাদেশে জামায়াত-শিবিরের নৈরাজ্য প্রতিরোধের অংশ হিসেবে তাদের গ্রেফতার করা হয়েছে।
কোতোয়ালি থানার উপপরিদর্শক (এসআই) সামসুজ্জামান জানান, পারভেজের নামে থানায় ৫টি মামলা রয়েছে। বাকিদের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করে আদালতে পাঠানো হবে।
নিউজরুম