‘কি লাইম পাই’

0
193
Print Friendly, PDF & Email

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক( ফেব্রুয়ারী): শিগগিরই অ্যান্ড্রয়েড মোবাইল অপারেটিং সিস্টেমের নতুন সংস্করণ কি লাইমপাইউন্মুক্ত করতে পারে গুগলমটোরোলার তৈরি এক্সনামের নতুনস্মার্টফোনটিতে ব্যবহূত হতে পারে অপারেটিং সিস্টেমের নতুন সংস্করণস্মার্টফোনটিতে কোয়ালকমের তৈরি চিপ ব্যবহূত হতে পারে, সম্প্রতি কোয়ালকমথেকে এমন তথ্য ফাঁস হয়েছেএক খবরে এ তথ্য জানিয়েছে প্রযুক্তি বিষয়কওয়েবসাইট সিনেট
চলতি বছরের মার্চ বা জুন মাস নাগাদ মটোরোলার নতুন স্মার্টফোনে অ্যান্ড্রয়েডের এই নতুন কি লাইম পাই -এর দেখা মিলতে পারে
অ্যান্ড্রয়েডজেলি বিন সংস্করণটির পরবর্তী সংস্করণই হবে কি লাইম পাইঅ্যান্ড্রয়েডেরনতুন এই অপারেটিং সিস্টেমটির নাম জানা গেলেও ঠিক কবে নাগাদ তা উন্মুক্তকরা হবে বা এটি কততম সংস্করণ হবে, সে বিষয়ে আনুষ্ঠানিক কোনো তথ্য জানায়নিগুগল
খাবারের নাম অনুসারে অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমের বিভিন্নসংস্করণের নাম রাখার প্রথা চালু করেছে গুগলনামগুলো রাখতে ইংরেজিবর্ণক্রমও অনুসরণ করেছেএই ধারাবাহিকতায় এবার কি লাইম পাইনামটিই বেছেনিচ্ছে তারাঅ্যান্ড্রয়েডের এর আগের সংস্করণগুলোর নাম হচ্ছে-জিঞ্জারব্রেড, হানিকম্ব, আইসক্রিম স্যান্ডউইচ, জেলি বিন

 

নিউজরুম

 

শেয়ার করুন