সরিষার ফলনও বেড়ে যায়

0
235
Print Friendly, PDF & Email

কৃষি ডেস্ক( ফেব্রুয়ারী): মাদারীপুরের সদর, রাজৈর ও কালকিনি উপজেলায় সরিষাখেতের পাশে মৌমাছির বাক্সবসিয়ে মধু সংগ্রহ করা হচ্ছেদেশের বিভিন্ন স্থান থেকে মৌচাষিরা এসে এভাবেমধু চাষ করছেনএই মধু চাষের কারণে সরিষার ফলনও ভালো হবে বলে কৃষি বিভাগজানিয়েছে
কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মাদারীপুর কার্যালয়ের উপপরিচালকগোলাম মোস্তফা জানান, এবার জেলার ১১ হাজার ৭৭২ হেক্টর জমিতে সরিষা চাষ করাহয়েছেসরিষাখেতের পাশে স্থাপিত এসব ভ্রাম্যমাণ মৌমাছির বাক্সের কারণে এবার১২ হাজার ৯৫০ মেট্রিক টন সরিষা উপাদিত হবে বলে আশা করা হচ্ছেতিনি আরওজানান, মৌমাছি ফুটন্ত সরিষা ফুল থেকে মধু সংগ্রহ করায় পরাগায়ন ভালো হয়কারণে সরিষার ফলনও বেড়ে যায়
সদর উপজেলার খোয়াজপুরে গিয়ে দেখা গেছে, সরিষাখেতের পাশে উঁচু স্থানে সারি সারি মৌমাছির বাক্স বসানো হয়েছেমৌমাছিসরিষার ফুল থেকে মধু এনে বাক্সের ফ্রেমে রাখছেপরে মৌচাষিরা ওই বাক্স থেকেমধু সংগ্রহ করছেনএলাকার অনেকেই ওই চাষিদের কাছ থেকে মধু কিনছেন
গোপালগঞ্জেরমৌচাষি হায়দার হোসেন বলেন, ‘আমি মাদারীপুরে ১২০টি মৌমাছির বাক্স নিয়েএসেছিমধু সংগ্রহের জন্য জেলার বিভিন্ন স্থানে সরিষাখেতের পাশে বাক্সগুলোবসিয়েছিওই বাক্সগুলো থেকে প্রতি সপ্তাহে ১০০-১১০ কেজি মধু সংগ্রহ করছিতিনি জানান, প্রাথমিক অবস্থায় চাষিরা সরিষার ফুল থেকে মৌমাছি মধু নিলে ফলনকম হবে বলে তাঁদের মৌমাছির বাক্স বসাতে বাধা দিতেনকিন্তু ধীরে ধীরে তাঁরাজানতে পারছেন যে এভাবে বাক্স বসালে সরিষার ফলন ভালো হয়
বাংলাদেশমৌচাষি কল্যাণ সমিতির কার্যনির্বাহী সদস্য অহিদুল ইসলাম বলেন, ‘২০০৩ সালথেকে আমি এই ব্যবসা করছিপ্রতিবছর আমি চার থেকে পাঁচ টন মধু সংগ্রহ করিতিনি জানান, সরিষার ফুল থেকে সংগ্রহ করা মধু মৌচাষিরা স্কয়ার, এপিসহ দেশেরবড় বড় প্রতিষ্ঠানের কাছে বিক্রি করেন

 

নিউজরুম

 

শেয়ার করুন