জীবনে মাতৃভাষার ব্যবহার ততই কমে যাচ্ছে

0
203
Print Friendly, PDF & Email

২ ফেব্রুয়ারি ২০১৩: ভাষা আন্দোলনের মাস ফেব্রুয়ারি এলে অনেকে মাতৃভাষাচর্চা নিয়ে তোড়জোড় শুরুকরেনসভা-সমাবেশে মাতৃভাষার পক্ষে জোরালো বক্তৃতা দেনকিন্তু ফেব্রুয়ারিচলে গেলে মাতৃভাষার কথা তাঁদের মনে থাকে নাযতই দিন যাচ্ছে, আমাদেরপ্রাত্যহিক জীবনে মাতৃভাষার ব্যবহার ততই কমে যাচ্ছেঅথচ ভাষা আন্দোলনেরঅন্যতম লক্ষ্য ছিল সর্বস্তরে মাতৃভাষা চালু করাস্বাধীনতার ৪১ বছর পরওউচ্চ আদালতে মাতৃভাষা চালু করা সম্ভব হয়নিউচ্চ আদালতের বেশির ভাগ রায়লেখা হয় ইংরেজিতেঅথচ আমাদের বাংলা ভাষা মোটেই দুর্বল নয়সরকারি দপ্তরেযে ভাষা ব্যবহার করা যায়, তা গবাধা ও সেকেলে
আমরা আশা করব, ভাষাশহীদদের প্রতি সম্মান দেখিয়ে সবাই শুদ্ধভাবে বাংলা ভাষা চর্চা করবেন
আরিফ আহমেদ, ধানমন্ডি, ঢাকা

শেয়ার করুন