বিশ্ব হিজাব দিবস অমুসলিম নারীরাও হিজাব পরে

0
179
Print Friendly, PDF & Email

আর্ন্তজাতিক ডেস্ক( ফেব্রুয়ারী): বিশ্ব হিজাব দিবস পালন করা হয়েছে গতকাল শুক্রবারএ উপলক্ষে অমুসলিমনারীদের এই দিনে হিজাব পরার আহ্বান জানানো হয়এতে ব্যাপক সাড়া মেলেহাজারো অমুসলিম নারী হিজাব পরে দিবসটি পালন করেন
হিজাব পরার অভ্যাসআমার নেইএর পরও মাথায় টুকরো হিজাব পরেছিজিনিসটি সুন্দরভালোই লাগছেটের পাই, আমার সামনে অনেক বিকল্প আছেএ প্রতিক্রিয়া জেস রোদেস নামের একঅমুসলিম ছাত্রীরতাঁর বয়স ২১ বছরপড়েন যুক্তরাজ্যের একটিশিক্ষাপ্রতিষ্ঠানেমাথায় হিজাব পরার একটা গোপন বাসনা তাঁর মনের কোণেদীর্ঘদিন ধরে লুকিয়ে ছিলকিন্তু তাঁর পরিবারে এর চল নেইতাই এত দিন পরাহয়ে ওঠেনিএকদিন এক সহপাঠিনী তাঁকে হিজাব পরার আহ্বান জানালে লুফে নেনজেস জানান, ‘সহপাঠিনী আশ্বস্ত করে, এটি আসলে শালীনতাবোধের বিষয়এর সঙ্গেইসলামের সংযুক্তি আছে, এটা সত্যকিন্তু চাইলে অমুসলিম নারীরাও হিজাব পরতেপারেনতাই ভাবলাম, আমিই বা কেন পরে দেখি না?’ তবে পরিবারের সদস্যদেরআশঙ্কা ছিল, হিজাব পরে রাস্তায় বেরোলে জেসকে নানা টিপ্পনী সইতে হবেবিব্রতকর পরিস্থিতিতে পড়তে হবেজেসের মনেও ছিল সংশয়কিন্তু তার পরও সাহসকরে এক মাস হিজাব পরার সিদ্ধান্ত নেনজেস বলেন, ‘প্রথম দিকে বিব্রত লাগতঅস্বস্তিবোধ হতোকিন্তু আট দিনের মাথায় সব সামলে উঠিজেসের মতো গতকালপ্রথম বিশ্ব হিজাব দিবসে সারা বিশ্বের বেশ কয়েকটি দেশের হাজারো অমুসলিমনারী হিজাব পরেন
এমন একটা দিন উদ্যাপনের চিন্তাটা প্রথমে আসেনিউইয়র্কের বাসিন্দা নাজমা খান নামের এক নারীর মাথায়তাঁর উদ্যোগে বিশ্বের৫০টি দেশ থেকে নারীরা ইতিবাচক সাড়া দেনপরে তিনিই এর আয়োজন করেন
হিজাবকেঅনেকে দেখেন নারীদের অবদমন ও বিভাজন সৃষ্টির প্রতীক হিসেবেনানা বিতর্কমোকাবিলায় এই বিশ্ব হিজাব দিবসের ডাক দেন নাজমাঅমুসলিম ও মুসলিম নারীদেরযাঁরা সচরাচর হিজাব পরেন না, তাঁদের অনেকের মনোযোগ আকর্ষণ করেন তিনিনাজমাখানের জন্ম বাংলাদেশেমাত্র ১১ বছর বয়েসে নিউইয়র্কে পাড়ি জমান তিনিনাজমা বলেন, ‘স্কুলে কেবল আমিই হিজাব পরতামএ জন্য নানা বৈষম্যের শিকারহতে হয়েছেতাই ভাবলাম, অমুসলিম নারীরা যদি মাত্র এক দিনের জন্য হলেও হিজাবপরেন, তাহলে মুসলিম নারীদের আর এ ধরনের বৈষম্যের শিকার হতে হবে নাবিবিসি

 

নিউজরুম

 

শেয়ার করুন