নতুন ট্যাবলেট ম্যাক্সপ্রো

0
624
Print Friendly, PDF & Email

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক( ফেব্রুয়ারী): ম্যাক্সপ্রো নামে নতুন মডেলের একটি ট্যাবলেট কম্পিউটার বাজারে এনেছেম্যাক্সিস মোবাইল ফোন লিমিটেডগত বৃহস্পতিবার রাজধানীর একটি রেস্তোরাঁয় একঅনুষ্ঠানে নতুন এ ট্যাবলেট কম্পিউটার অবমুক্ত করা হয়অনুষ্ঠানে উপস্থিতছিলেন ম্যাক্সিস মোবাইল ফোন লিমিটেডের চেয়ারম্যান নুরুননবী ও ব্যবস্থাপনাপরিচালক এম ওহাব খানঅনুষ্ঠানে ওহাব খান নতুন এ ট্যাবের বিস্তারিতউপস্থাপন করতে গিয়ে বলেন, ‘দেশের শিক্ষাব্যবস্থা এখন অনেকটাইপ্রযুক্তিনির্ভর হয়ে পড়ছেপাশাপাশি সর্বস্তরের মানুষের জন্য প্রয়োজন হচ্ছেসাশ্রয়ী দামে ভালো মানের প্রযুক্তিপণ্যপ্রায় এক বছরের বেশি সময় গবেষণারপর এ ট্যাবলেট কম্পিউটারটি বাজারে আনা হয়েছেআশা করি, শিক্ষার্থী ওমধ্যবিত্ত শ্রেণীর লোকজন এ ট্যাব থেকে উপকৃত হবে
গরিলা গ্লাসের পর্দারএই ট্যাবে আছে সাত ইঞ্চির পর্দাএর অপারেটিং সিস্টেম অ্যানড্রয়েড ০.৪আইক্রিম স্যান্ডউইচএতে তৃতীয় প্রজন্মের মোবাইল ফোন সংযোগ ব্যবহার করাযাবেআরও আছে ই-ডিকশনারি সুবিধাবাজারে এর দাম ছয় হাজার ৫০০ টাকা

 

নিউজরুম

 

শেয়ার করুন