পিএইচপি অ্যান্ড মাইএসকিউএল

0
175
Print Friendly, PDF & Email

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক( ফেব্রুয়ারী): পিএইচপি অ্যান্ড মাইএসকিউএল\ লেখক: মিজানুর রহমান\ দাম: ৪০০ টাকা\ পৃষ্ঠা: ৫৮২\ প্রকাশক: জ্ঞানকোষ প্রকাশনী, ঢাকা\

বর্তমানেওয়েবনির্ভর প্রোগ্রাম বা অ্যাপ্লিকেশন তৈরিতে জনপ্রিয় পিএইচপিএর মাধ্যমেআপনিও তৈরি করতে পারবেন বিভিন্ন অ্যাপ্লিকেশন ও ওয়েবসাইটপিএইচপিরবিভিন্ন বিষয় বিস্তারিতভাবে তুলে ধরা হয়েছে পিএইচপি অ্যান্ড মাইএসকিউএলবইটিতেবইটি লিখেছেন মিজানুর রহমান
এই বইতে তিনটি মডিউল ও ৩৬টি অধ্যায়ে তুলে ধরা হয়েছে পিএইচপি ও মাইএসকিউএলের নানা বিষয়প্রতিটি অধ্যায়ে রয়েছে বিষয়ভিত্তিক ছবি
পিএইচপিসম্পর্কে ধারণা, পিএইচপিতে কাজ করার ধরন, প্রাথমিক পিএইচপি, মাইএসকিউএলেরপ্রাথমিক ধারণা ইত্যাদিসহ বিভিন্ন কাজের বর্ণনা রয়েছে বইটিতেএ ছাড়া জানাযাবে ইউজার ইনপুটের বিভিন্ন অপশন, রেডিও বাটনের ব্যবহার, প্রিন্ট, ডকুমেন্টফাইলতৈরি টেবিলে উপাত্ত ব্যবস্থাপনা, মাইএসকিউএল থেকে অন্য কোনো মাধ্যমেউপাত্ত পাঠানো, মাইএসকিউএল রিলেশনাল ডেটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম ইত্যাদিবইয়ের সঙ্গে একটি সিডিও আছে
নানা তথ্য দিয়ে সাজানো হয়েছে সেটিনতুন যাঁরা পিএইচপি সম্পর্কে আগ্রহী, তাঁরা বইটি পড়তে পারেন

 

নিউজরুম

 

শেয়ার করুন